আর্থিং কাকে বলে? আর্থিং-এর উপাদানগুলো কী কী?
আর্থিং এর প্রয়োজনীয়তা লিখুন।
চিত্রসহ যে কোনো একটি আর্থিং সিস্টেম স্থাপন সম্পর্কে বর্ণনা করুন।
পূর্ণরূপ লিখুন: IPS, UPS.
সেল ও ব্যাটারির মধ্যে পার্থক্য লিখুন।
সোলার সিস্টেমের প্রধান প্রধান অংশের নামসহ সোলার সিস্টেমের বর্ণনা করুন।
একটি ইলেকট্রিক ইস্ত্রির সম্ভাব্য পাঁচটি ত্রুটি উল্লেখপূর্বক তার প্রতিকার বর্ণনা করুন।
মাইক্রোওয়েভ ওভেনে খাদ্যদ্রব্য রান্নার প্রক্রিয়া বর্ণনা করুন।
ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞা, প্রতীক এবং পরিমাপক যন্ত্রের নাম ও ব্যবহার লিখুন।
সিরিজ ও প্যারালাল বর্তনীর সমতুল্য রোধের সূত্র উল্লেখ করে যে কোনো একটি সূত্রের সত্যতা যাচাই করুন।
ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত পাঁচটি হ্যান্ড টুলস ও পাঁচটি ইকুপমেন্ট এর নাম লিখে তার ব্যবহার লিখুন।
আর্থিং এর উপাদানসমূহের নাম লিখুন। আর্থ রেজিস্ট্যান্স অনুমোদিত মানের চেয়ে কম হলে সুবিধা কী?
কটি তারের গায়ে ৩/০-০২৯ লিখা আছে। এর অর্থ কী? আর এম (rm) এর মান কত?
বাসাবাড়ীতে লোডগুলো সরবরাহের সাথে সিরিজ সংযোগ করা হয় না কেন?
ভারের সুষ্ঠু জয়েন্ট করার পদক্ষেপ কয়টি ও কী কী? চিত্র অংকন করে বর্ণনা করুন।
১০০ কিলো ওহমের একটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ৫০ মিলি এ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত করতে কী পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করতে হবে।
দুই জায়গা থেকে একটি বাতিকে নিয়ন্ত্রণ বর্তনী আঁকুন ।
একটি টিউব লাইটের সংযোগ বর্তনী অংকন করিয়া কীভাবে কাজ করে বর্ণনা করুন ।
পাওয়ার ফ্যাক্টর কী? ইহার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
এনার্জি মিটার