স্থানীয় সরকার পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ব্যতীত সত্যিকার অর্থে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্ভভ নয়-বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা করুন।
ই, পি, জেড কি? ই পি জেড কিভাবে শিল্প উন্নয়ন ভূমিকা রাখছে?
বর্তমানে গ্যাস সংকট মোকাবিলায় সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে? সম্প্রতি বাংলাদেশ কর্তৃক সমুদ্র বিজয় এতে কী প্রভাব ফেলবে বলে মনে করেন?
দারিদ্র বিমোচন বলতে কী বুঝায় ? এ বিষয়ে বাংলাদেশের সাফল্য বা ব্যর্থতা বর্ণনা করুন।
বাংলাদেশের জনাধিক্যের কারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করুন।
বাংলাদেশের নিরক্ষরতা ২০২১ সালের মধ্যে দুরকরণে কী কী কৌশল ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন?
বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কতটি এবং কী কী? প্রধান তিনটি উপজাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
GDP-তে শিল্পখাতের অবদান তুলে ধরুন। বাংলাদেশে শিল্পখাতে বিদ্যমান সমস্যা ও তা সমাধানে আপনার সুপারিশ কী ?
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু? এদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কী কী করণীয় বলে আনি মনে করেন?
বাংলাদেশে সরকারি- বেসরকারী অংশীদারিত্বের (পিপিপি) আওতার ব্যক্তিখাতকে সম্পৃক্ত করা প্রয়োজনীয়তা কী ? এ যাবৎ কী কী প্রকল্প পিপিপি এর আওতার বাস্তবায়িত হচ্ছে?
বাংলাদেশে পুঁজি বাজারের সম্ভাবনা কতটুকু? পুঁজি বাজারের ব্যিমান সমস্যা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন?
ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
জাতীয় প্রতীক
লালন শাহ
তিতুমীরের বাঁশের কেল্লা;
উৎসে আয়কর
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
ঐতিহাসিক ভাষা আন্দোলন বাংগালীর সাংস্কৃতিক পুনর্জাগরণ ও আমাদের স্বাধীনতা অর্জনের বীজ বপন কী ভূমিকা রেখেছিল?
HIES (Household Income & Expenditure Survey) ২০১১-তে সংগৃহিত প্রধান তথ্য সমূহ কী কী এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলে এর কী প্রভাব পড়া উচিত বলে আপনি মনে করেন?
সহস্রাব্ধ উন্নয়ন লকষ্যমাত্রাসমূহ কী কী, এবং তা অর্জনে বাংলাদেশের অনুসৃত কৌশল ও অর্জিত সাফল্যসমূহ আলোচনা করুন।