কম্পিউটারে সফটওয়্যার এবং হার্ডওয়্যার বলতে কী বােঝায়?
বায়ােগ্যাস বলতে কী বােঝায়? এর মধ্যে প্রধান গ্যাস কী থাকে?
পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের গঠনে মূল পার্থক্য কী?
টেলিফোনে তারের বদলে অপটিক্যাল ফাইবারের প্রচলন আজকাল বাড়ছে। অপটিক্যাল ফাইবার জিনিসটি কী?
পিতল একটি সংকর ধাতু কী কী ধাতুর সমন্বয়ে এটি তৈরি হয়?
জিন ব্যাংক বলতে কী বােঝায়?
ক্যান্সার কোষের সঙ্গে সাধারন সুস্থ কোষের পার্থক্য কী?
ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার এদের কোনটি থেকে উদ্ভিদ কী জরুরি জিনিস পায়?
আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশ যে অর্ধ পরিবাহী (সেমি কন্ডাক্টর) বস্তুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা কী? এর প্রধান উৎস কী?
মস ও সিরকা দুটি মৃদু এসিড যেগুলাে আমরা বাড়িতে খাদ্য সংরক্ষণে ব্যবহার করি। এই দুইয়ের কোনটি কোন এসিড? থাকে?
উৎপাদন কেন্দ্রে ইনজেকশন দিয়ে রুই-কাতলা মাছকে বদ্ধ পানিতে প্রজননে উদ্বুদ্ধ করা | এই ইনজেকশনে কী থাকে এবং তা কোথা থেকে আসে।
ম্যানগ্রোভ বন’ বলতে কী ধরনের গাছের বনকে বুঝানো হয়?
ভূ-স্থির উপগ্রহ কী এবং কী কাজে ব্যবহৃত হয়?
কংক্রিটের ভিতরে কেন লোহার রড় দেওয়া হয়?
একটি কম্পেউটারে কীভাবে স্মৃতি ধারণা করা হয়?
ঘূর্নিঝড় কীভাবে সৃষ্টি হয়?
রক্তচাপের পরিমাণ বৃদ্ধির তাৎপর্য কী? উচ্চ রক্তচাপ কী ক্ষতি করে?
বন উজাড়ের ফলে কী কী ক্ষতি হয়?
লেজার কী?
ডিজিটাল টেলিফোনের কী সুবিধা ?