“দেশী ভাষা বিদ্যা যার মন না জুড়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়?” কবি ও কবিতার নাম লিখুন।
হারামণি’ কী? সংকলক কে?
বড় চণ্ডীদাস ও জয়দেবের কাব্যের নাম লিখুন।
শিল্প ও সাহিত্যের কোন কোন শাখায় হুমায়ুন আহমদ ও এসএম সুলতান বিখ্যাত?
১. দুরন্ত’-এর ভাস্কর কে? ২. জননী’ শিল্পকর্মটি কার?
১. 'হাজার বছর ধরে' উপন্যাসটির রচয়িতা কে? ২. ‘অশ্রুমালা’র রচয়িতা কে?
সর্বপ্রথম কোন দেশ এবং কবে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল?
কোন সনের কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১. ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য কে ছিলেন?
১. ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে? ২. ঢাকার বড় কাটরার নির্মাতা কে?
শাহ সুলতান বলখী ও বাবা আদম শহীদের মাজার কোথায়?
১. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? ২. আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
১. বাংলাদেশে নগরভিত্তিক কতগুলাে থানা রয়েছে যেগুলােকে উপজেলায় উন্নীত করা হয় ২. বাংলাদেশের নদীভিত্তিক থানা কতটি?
১. চতুর্দশ কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক বিজয়ী কারা? ২. ঢাকায় অনুষ্ঠিত প্রথম এশীয় যুব ক্রিকেটে শিরােপা লাভ করে কোন দেশ?
আই.সি.ডি.আর.বি ।
পাহাড়পুর।
ময়নামতি।
যমুনা সেতু প্রকল্প
চাকমা উপজাতি
এক্সপাের্ট প্রসেসিং জোন।