দারিদ্র বিমোচন বাংলাদেশ সরকার যে সকল পদ ক্ষেপ গ্রহণ করেছে তা সংক্ষেপে র্বনা করুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র মূলনীতি সমূহরে বিবরণ দিন।
অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ প্রক্রিয়া ও তার দায়িত্ববলি সংক্ষেপে বর্ণনা করুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আেইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ভূমিকা র্বণা করুন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের নিয়ামকসমূহ আলোচনা করুন।
বর্তমান ভূ- রাজনীতির প্রেক্ষাপটে ভারত, বাংলাদেশ ও চীনের মধ্যে ও চীনের মধ্যে যে ধরনের সম্পর্ক বজায় রাখা সম্ভবপর বলে আপনি মনে করেন, সে ধরনের সম্পর্কের চিত্র তুল ধরুন।
বাংলাদেশে রাজনৈতিক দলসমূহের মধ্যে জোট গঠন নতুন কোন ঘটনা নয় – আলোচনা করুন।
গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসারে নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন।
দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে নির্বাচনী ব্যয় হ্রাসকরণ একটি মহৌষধ- মতামত দিন।
দেশের আর্থ- সামাজিক উন্ননে সরকার কোন কোন ক্ষেত্রে ডিজিটাললাইজেশন প্রক্রিয়া জনগণের দোর গড়ায় পৌছাতে সচেষ্ট ? বিবরণ দিন।
জনমত সুশীল সমাজের ভূসিকা উল্লেখ করুন।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা ( WTO)
বাংলাদেশে IMF এর কার্যক্রম
১৯৭০ সালের পাতিস্তানের সাধারণ নির্বাচন।
মুজিবনগর সরকার
বাংলাদেশের খনিজ সম্পদ এবং
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান।
বাংলাদেশের ভূ—প্রকৃতিতে প্রবাল দ্বীপ এর গুরুত্ব কি?
বাংলাদেশের নিষ্ক্রিয়- বদ্বীপ সমূহ বলতে কী বুঝেন?
বাংলাদেশের ভূ-প্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র যাদুকর এর গুরুত্ব বর্ণনা করুন।