তুরস্কের মুদ্রার নাম কী?
A long walk to freedom বইটির লেখক কে?
বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
NATO ভুক্ত দেশ কয়টি?
বাংলাদেশ LCD থেকে বের হবে কবে?
সম্প্রদি রাশিয়া ইউক্রেন কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে?
কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
মুক্তিযুদ্ধে নৌ – এলাকা কত নং সেক্টরের অধীনে ছিল?
Internet কী?
সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
পৃথিবীর গভীরতম খাদের নাম কী?
বাংলাদেশের সাংবিধানিক নামটি ইংরেজিতে লিখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখে গ্রহীত হয় এবং কোন তারিখে বলবৎ হয়?
নবায়ণযোগ্য শক্তি কী? বাংলাদেশে উৎপাদন বা ব্যবহার করা সম্ভব এমন দুটি নবায়ণযোগ্য শক্তির নাম লিখুন।
মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত রয়েছে?
বাংলাদেশের সংসদ ভবরের নকশা প্রস্তুত করেছিলেন কোন স্থপতি ? তিনি কোন দেশের নাগরিক?
কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিলেন ?
নিম্নে কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? a. কাঁদো নদী কাঁদো b. দুই সৈনিক c. নেকড়ে অরণ্য d. রাইফেল রোটি আওরাত
বাংলাদেশ ভবন কী? এটি কোথায় অবস্থিত?
UNHCR কী? এটির সদর দপ্তর কোথায়?