'ঝুম চাষ' পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে?
বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম লিখুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? দুটি মূলনীতি উল্লেখ করুন।
বাংলাদেশ লেবার ফোর্স জরীপ, ২০২২ অনুযায়ী কৃষি ও সেবা খাতে নিয়োজিত কর্মীদের শতকরা হার কত?
ঐতিহাসিক “ছয় দফা” কত সালে কোথায় ঘোষণা করা হয়? এই কর্মসূচী কে ঘোষণা করেন?
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী? বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?
বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম লিখুন। এর পূর্ব নাম কী ছিল? কোন নদীর মোহনায় এটি অবস্থিত?
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) এর কততম সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? উক্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
কোয়াড (QUAD) এর পূর্ণরুপ লিখুন। কোয়াতে অন্তর্ভুক্ত দেশসমূহের নাম লিখুন।
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত? সর্বশেষ এ জোটে যোগদানকারী দেশের নাম লিখুন।
আয়রন ডোম
প্যাট্রিয়ট
এস 800
চীনের মধ্যস্থতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুন: প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। দেশ দুটির নাম লিখুন
হরমোন কী? দুটি হরমোনের নাম লিখুন
কীটপতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে? পাটের জিন বিন্যাস আবিষ্কারকারকের নাম লিখুন।
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
LPG (এলপিজি) ও LNG (এলএনজি) এর পূর্ণরূপ লিখুন। বাংলাদেশ কোন দুটি দেশ থেকে LNG (এলএনজি) আমদানি করে?
চ্যাটজিপিটি (ChatGPT) কী? ইউরোপের কোন দেশ এর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে?