Second track diplomacy কী?
BRICS এর পূর্ণরূপ কী? এর নতুন সদস্য রাষ্ট্রসমূহ কী?
Veto কোন ভাষার শব্দ? এর অর্থ কী?
জাতিসংঘ কয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) নির্ধারণ করেছে? যে-কোনো দুইটি উল্লেখ করুন।
কোনো সংবিধান বা সংসদ নেই এমন একটি মুসলিম দেশ ও তার একটি সমূদ্র বন্দরের নাম লিখুন।
নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন কে? এই আন্দোলনের সারকথা কী?
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ও কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়?
বাংলাদেশে বর্তমানে কয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে? এদের মধ্যে কোন নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
বাংলাদেশের সংবিধানের দুইটি বৈশিষ্ট্য লিখুন।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
আয়তনে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম লিখুন।
ইংরেজিতে অনুবাদ করুন: সে সাঁতার কাটতে জানে না।
‘MRT', ‘UNESCO', 'ADB', 'WHO' 'SDG' এর পূর্ণ রূপ লিখুন।
BRICS এর সদস্য দেশগুলোর নাম লিখুন।
চাঁদে অবতরণকারী দেশের সংখ্যা কয়টি? দেশসমূহের নাম লিখুন।
'The Concert of Bangladesh' কোথায় অনুষ্ঠিত হয়?
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন নাম কী?
e-TIN চালু হয় কত সালে?