Books are a great source ....... happiness.
My younger sister is good .......... Mathematics.
The dog is grateful ....... its owner.
He suddenly jumped ....... a bus.
I will have completed my assignment ....... Friday.
Translate into English:
রংপুর বিভাগের একটি জেলা গাইবান্ধা। জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৮ সালে। এ জেলার পূর্বনাম ভবানীগঞ্জ। দিনাজপুর, বগুড়া ও রংপুরের সাথে এ জেলার সীমানা রয়েছে। এ জেলার ব্র্যান্ড স্লোগান হচ্ছে 'স্বাদে ভরা রসমঞ্জরীর ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ'।
acomodation
defination
critecism
mispel
wednessday
Translation [Bangla to English]
মুক্তিযুদ্ধের মূল চার নীতির ভিত্তিতে ব্যাংক খাতের প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করা হয় ১৯৭২ সালে। এ সময়ের ব্যাংক খাতের প্রতিষ্ঠা ও বিকাশকে বর্ণনা করতে গেলে সার্বিকভাবে অর্থনীতির মৌলিক প্রয়োজনের দিকগুলোকে বিবেচনা করা প্রয়োজন। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের অর্থনীতির পূর্নগঠনে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই ছিল সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে কৃষি ও শিল্পখাতের উন্নয়নকেও যথাযথভাবে গুরুত্ব না দেয়ার অবকাশ ছিল না। তৎকালীন সময়ে বড় বড় অবকাঠামো সরকারীকরণ অত্যন্ত যুক্তিযুক্ত ছিল।
Focus Writing in English
Technology and Banking Sector of Bangladesh
Father is in ______ lawn
What ______ nice fellow he is!
He is _____ one eyed man
My day is ______ international holiday of the working class.
He is ______ engineer.
দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে।