'বুদ্ধিমান‘ শব্দের বিশেষ্য পদ কি?
“উপর্যপুরি’’ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন।
‘গগনে উঠিল রবি লােহিত বরন' বাক্যটিতে চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর চিহ্নিত শব্দটি কোন ধরনের দ্বিরুক্তির উদাহরণ?
গিরিশ শব্দের অর্থ কী?
আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে শ, ষ, ও স এর কোনটি ব্যবহার করা যাবে?
দ্রাঘিমা’ শব্দের প্রকৃতি ও প্রকৃত নির্ণয় করুন।
”জ্যোৎস্নারাত” শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
সাপটা ওখানে লুকিয়েছে। এ বাক্যে চিহ্নিত শব্দ কোন পদ?
‘আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য উচিত নয়’ এ বাক্যটির শুদ্ধরূপ কি হবে?
'আবাহন’ শব্দের বিপরীত শব্দ কী?
‘এখনই যাও, নচেৎ তার দেখা পাবে না। এটিকে সরলবাক্যে পরিণত করুন।
‘মৃত্তিকা দ্বারা নির্মি ‘ এর এক কথায় প্রকাশ কী হবে?
নরক গুলজার- বাগধারাটির অর্থ কী?
'আরণ্যক' উপন্যসের রচয়িতা কে?
‘ঐ মহাসিন্ধুর ওপার হতে কী সংগীত ভেসে আসে, ওরে কে কে কাতর কণ্ঠে বলে আয়' এ গানটির রচয়িতা কে?
’’Many a little pickle makes a mickle.’’ এ বাক্যটির ভাবানুবাদ লিখুন।
পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথ সৃষ্টি করে।
বিদ্যা যতই বাড়ে ততই জানা গেল যে, কিছুই জানা হল না।
গণমুখী ও করদাতা বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ বিষয়ে আপনার মূল্যায়ন ও পরামর্শ উল্লেখপূর্বক একটি রচনা লিখুন।