আমি, তুমি ও সে কাল সাভার জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব।
যিনি যথার্থই বিদ্বান, তিনি কখনও নিজের বিদ্যার গৌরব করে না।
তার জ্যৈষ্ঠ পুত্র ও কনিষ্ঠ কন্যা বিদেশে গিয়াছে। |
বিষয়টির বিসদ ব্যাখ্যার প্রয়ােজন নাই।
ইহা একটি মুক ও বধির প্রশিক্ষণ কেন্দ্র।
পরিবেশে দোষণ সমস্যা দিন দিন জটিল হচেছ।
দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা।
এই সৰ মানুষগুলির কোন ঠিকানা নেই।
শােক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী বিজ্ঞানী, দার্শনিক প্রমুখপ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।
মনিষী ডঃ মুহম্মদ শহীদুল্লাহ একটি আদর্শ বাংলা ব্যাকরণ রচনা করেন।
তারা যাইতে এ দৃশ্য দেখিয়া মুদ্ধ ও বিস্মিত হল।
তাহার প্রতি এতটা অন্যায় করলে সবাই দোষ দিবে।
তােমরা সুখে দুঃখে পরস্পরের সাথী হও।
বাংলাদেশের ভৌগলিক অবস্থান দক্ষিণ এশিয়াতে।
সে সারাটা জীবন – খেটেই গেল।
তার সঙ্গে – দেখা হয়।
তিনি একজন – মানুষ।
সাবধান একথা যেন কেউ – জানতে না পারে।
পরীক্ষায় পাস করার জন্যে সে – পণ করেছে।
ক্ষমতার অহংকারে – জ্ঞান করাে না।