সন্ধি বিচ্ছেদ করুন: মনীষা, বিপন্ন
প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন এবং প্রত্যেয়ের নাম লিখুন: জনক
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: ভবনী, তেপান্তর।
ইংরেজি পরিভাষা লিখুন: উপকথা, পান্ডুলিপি।
ধারা ধরে যা চলে
উল্লেখ করা হয় না যা
তুলসী বনের বাঘ
ইঁদুর কপালে
কান পাতলা
চোখের পর্দা
ফপর দালালি
অতিক্রম করা যায় না যা
জেনেও যে পাপ করে
যে গাছের বিস্তর ছায়া হয়
ভোজন করতে যে চায়
যিনি শক্রকে বধ করেছেন
কথামৃত
অপেক্ষা
উন্নতি
সন্ধান