সারাংশ লিখুন: অধম রতন পেলে কী হবে ফল? উপদেশের কখনও কি সাধু হয় খল? ভালো- মন্দ দোষগুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উপরে লবন-জলধি জল করিয়াভক্ষণ জলধের করে দেখ সুধা বরিষণ সুজনে সু- যশ গায় কু – যশ ঢাকিয়া কু- জনে করব করে সুরব নাশিয়া
মুক্তিযুদ্ধনির্ভর পাঁচটি তালিকা সহ গুলো প্রেরনের অনুরোধ জানিয়ে কোনো গ্রন্থাগারের ব্যবস্থাপকের কাছে একটি পত্র লিখুন। নৈমিত্তিক ছুটি মঞ্জুরের অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষ বরাবর একখানা আবেদনপত্র রচনা করুন।
`চোখ’ শব্দ ব্যবহার করে পাঁচটি ভিন্নার্থক বাক্য রচনা করুন
বানান শুদ্ধ করুন: অঞ্জলী, রুগ্ন, পিপিলিকা, বানিয্য, দুর্নিতী
‘অপ’ অথবা ‘বি’ উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন করে লিখুন।
বঙ্গবন্ধু লেখা গ্রন্থ সমূহ
ডিজিটাল বাংলাদেশ
বৈশ্বিক অর্থনীতিতে কোভিড -১৯ এর প্রভাব
নারীর ক্ষমতায়ন
অপসংস্কৃতি ও আমাদের যুবসমাজ
তোমার মাপে হয়নি সবাই তুমি হওনি সবার মাপে, তবু মর কারো বেলায় কেউ বা- মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাঙ্খা তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো
আপনার প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের বিবিধ কর্মসূচির বিবরণ দিয়ে বিদেশে অবস্থানরত ঘন্ষ্ঠি বন্ধকে একখানা পত্র লিখুন।
স্মার্ট ফোনের ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ প্রদান করে ছোট ভাইকে একখানা পত্র লিখুন।
মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?
শাহনামা এর লেখক কে?
‘ঞ্ছ’ যুক্ত বর্ণে কী কী বর্ণ আছে?
‘পরিচ্ছেদ’ এর সন্ধি বিচ্ছেদ করুন
‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
‘বীর শব্দের বিপরীত লিঙ্গ কী?