ধ্বনি কাকে বলে? বাংলা ধ্বনি কত প্রকার ও কী কী?
গঠন অনুসারে শব্দের প্রকারভেদ লিখুন।
বাক্যসহ সমাস নির্ণয় করুন ( যে কোনো দুইটি) : সতীর্থ, শিক্ষামন্ত্রী, প্রগতি
বিপরীত শব্দ লিখুন: ( যে কোন দুইটি) : মুখ্য, ঋজু, সুজন
বানান শুদ্ধ করুন ( যে কোন দুইটি): পূর্ণজাগরণ,নুন্যতম, আইনজীবি
যার উপস্থিত বুদ্ধি আছে।
যা প্রবাহিত হচ্ছে।
মৃত্তিকা দিয়ে নির্মিত ।
প্রায় সমোচ্চারিত শব্দের অর্থের পার্থক্য দেখিয়ে বাক্য তৈরি করুন ( যে কোনো জোড়া শব্দের )
দুর্জন বিদ্ব্যান হইলেও পরিত্যাজ্য
ভোগে নয়, ত্যাগেই মনুষ্যেতের বিকাশ
বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়:
a) চর্যাপদেb) মহাভারতেc) মঙ্গলকাব্যে
বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত করা হয় কী বোঝাতে:a) কল্পনাb) অনুনাসিকতাc) দীর্ঘস্বর
'ভাবুক' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?a) ভো + উকb) ভৌ + উকc) ভাব + উক
কোনটির পুরুষবাচক শব্দ আছেঃa) এয়োb) সধবাc) নারী
কোন শব্দের বানান অশুদ্ধঃ
a) বৈশিষ্ঠb) সশুদ্ধc) ঘনিষ্ঠ
সমার্থক শব্দ-জোড় কোনটিa) জীবন-মরণb) চুরি-ডাকাতিc) ছাই-পাঁশ
‘কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) দ্বন্দ্বb) মসৃণc) স্থুল
বাক্য সংকোচন করুনঃ চক্ষুর সম্মুখে সংঘটিতa) প্রত্যক্ষb) চাক্ষুষc) সম্মুখে
“সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা” এখানে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তি?a) কর্মকারকে শূন্য:b) কর্তৃকারকে শূন্যc) অধিকরণে শূন্য