মেট্রোরেল প্রকল্প ও অগ্রসর বাংলাদেশ
খাদ্যদ্রব্যে ভেজাল ও প্রতিকার ।
কোভিড ১৯ ভাইরাস থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যাবে সে সম্পর্কে উপদেশ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখুন ।
বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ পরিণাম বর্ণনা প্রসঙ্গে ৫টি করণীয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র রচনা করুন।
সারমর্ম লিখুনঃ
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্রনানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র । পাঠ্য যে সব পাতায় পাতায়শিখছি সেসব কৌতুহলে, সন্দেহ নেই মাত্র ।
বাংলায় অনুবাদ করুনঃ
We are the inhabitants of an independent country. Freedom is the right of man. But no nation can achieve it without effort. Again, the people of a country must be determined to defend it. It is secret duty of every citizen to defend the freedom of his motherland.
বিরাম চিহ্ন বলতে কী বুঝায়? ব্যাকরণে এর প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
প্রত্যয়যোগে কীভাবে শব্দ গঠিত হয়? উদাহরণসহ ৫টি নিয়ম আলোচনা করুন।
উদাহরণসহ সন্ধি ও সমাসের ৫টি পার্থক্য লিখুন।
একুশের চেতনা ও শিক্ষার মাধ্যম মাতৃভাষা
পদ্মা সেতু
জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযানমাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা? কোন কালে এক হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী ।
আপনার এলাকায় বৃক্ষরোপণ সপ্তাহ পালনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লিখুন ।
স্বাস্থ্যগত কারণে বদলির অনুরোধ জানিয়ে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র লিখুন।
'চন্দ্র' শব্দের ৫টি প্রতিশব্দ লিখুন