শব্দ দুটির সন্ধিবিচ্ছেদ করুন :
সংবাদ, লবণ
সূর্য উঠলে আঁধার দুরীভূত হয়।—এখানে উঠলে কোন ধরনের ক্রিয়াপদ?
শব্দ দুটির সঠিক বানান লিখুন :
নীরবিচ্ছিন্ন, বুদ্ধীজিবী
বাক্য সংকোচন করুনঃ 'ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি '
“এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি।”—পঙক্তিটির কবি ও কবিতার নাম লিখুন।
শূন্যস্থান পূরণ করুনঃ 'যতদিন রবে পদ্মা, যমুনা,___ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান!
'শৃঙ্খলাকে অতিক্রান্ত = উশৃঙ্খল' কোন সমাস?
রচনা লিখুনঃ “একুশে বইমেলা”
ষ্টেশন
উর্মী
আক্কেল সেলামি
হাতের পাঁচ
পিত্ৰালয়
কুলটা
তিলোত্তমা
অখিল
একই সময়ে বর্তমান
আহারে সংযম যার
অনুকরণ করার ইচ্ছা
আপনাকে ভুলে থাকে যে