কৃতকা
প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন।
আপনার বিদ্যালয়ে "স্বাধীনতা দিবস” উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য একটি নিমন্ত্রণপত্র রচনা করুন।
কোনো মাধ্যমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক" পদে নিযুক্তি লাভের জন্য একটি দরখাস্ত লিখুন।
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। প্রান, বৃদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার – এসবের নিশান উড়ানোই এদের কাজ।
বাঘের চামড়া
যার অন্য উপায় নেই
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না
যে অনবরত রোদন করছে
যে শুনেই মনে রাখতে পারে।
সার্বভৌম
নবোঢ়া
অন্বেষণ
সংলাপ
নাবিক
শ্রদ্ধাঞ্জলী
ঘূর্নিঝঢ়
মুমূর্ষু