‘শিরশ্ছেদ' শব্দটির সন্ধি বিচ্ছেদ লিখুন ।
‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন'- বাক্যটিতে দেখাচ্ছেন পদটি কোন ধরনের ক্রিয়া?
চোখের বালি প্রবাদ-প্রবচনটির অর্থ কী?
ট্রেনটি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন কোন করক?
শুদ্ধ করে লিখুন- ‘দোষনীয়’
‘যে শুনেই মনে রাখতে পারে'- এক কথায় প্রকাশ করুন।
‘অশীতিপর' শব্দটির অর্থ কী?
‘মনমাঝি’- এর ব্যাসবাক্য লিখুন।
আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র দেওয়া প্রদান করা হয় তাকে কোন ধরনের পত্র বলা হয়?
‘ময়মনসিংহ গীতিকা'- প্রথম সম্পাদনা করেন কে?
উপর্যুক্ত
ষষ্ঠ
বসুন্ধরা
অন্ধিসন্ধি
অকালে বাদলা
টীকা ভাষ্য
অনুশাশন
উজ্জল্য
যা মুছে ফেলা যায় না
লাফিয়ে চলে যে