কাজী নজরুল ইসলাম এর প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
“কবর" নাটকের রচয়িতা কে?
"চিলে কোঠার সেপাই" উপন্যাসের রচয়িতা কে?
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" উক্তিটি কার?
"স্মার্ট বাংলাদেশ" বিষয়ে ১০ বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন।
সারমর্ম লিখুনঃ
জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি
ওরে পাগল, আর কতদিন বাজাবি তোর বাঁশি।
ঘুমায় যারা মলের ঐ কোমল শয়ন পাতি
অনেক আগেই ভোর হয়েছে তাদের দুঃখের রাতি।
আরাম সুখের নিদ্রা তাদের; তোর এ জাগায় গান
ছোঁবে নাকো প্রাণরে তাদের, যদিই বা ছোঁয় কান।
নির্ভয়ের ওই সুখের কূলে বাঁধল যারা বাড়ি
আবার তারা দেবে না রে ভয়ের সাগর পাড়ি।
ভিতর হতে যাদের আগল শক্ত করে আঁটা
'দ্বার খোলো গো' বলে তাদের দ্বারে মিথ্যা হাঁটা।
মেট্রোরেল ও ঢাকার জনজীবন নিয়ে প্রবাসী বন্ধুকে চিঠি লিখুন।
বাংলা ভাষায় অনুবাদ করুন:
Cleanliness is a virtue. It is that habit of keeping the body and all other things free from dirts, without a clean body one cannot have a pure mind. Cleanliness keeps health. It is also a mark of politeness. Good health keeps mind healthy.
বানানগুলোর শুদ্ধরূপ লিখুন:
অতিন্দ্রীয়, সম্বর্ধনা, সমিচিন, জ্বাজল্যমান, মধুসুধন
নিচের শব্দগুলো কোন কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
নামাজ, পোশাক, আনারস, হাকিম, রিক্সা
দেশান্তর
সৈনিক
শীতার্ত
তন্বী
যথেষ্ট
অক্ষির সম্মুখে
অধ্যাপনা করেন যিনি
অন্য দেশ
অবশ্যই যা হবে
চতুর্দিকে প্রচার