অপকর্ষ
কার্পণ্য
মৌনী
নির্জীব
সত্য
প্রত্যেক
হিমালয়
সূর্যোদয়
পরীক্ষা
শুভেচ্ছা
সমাস কয় প্রকার ও কী কী?
কারক নির্ণয় করুন:
বেগম সাহেবা প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।
পদ কত প্রকার ও কী কী? প্রতিটির পদের উদাহরণ দিন।
ছেঁড়া তার নাটকটির রচয়িতার নাম লিখুন।
কনিষ্ঠ এর বিপরীত শব্দ লিখুন।
গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
শুদ্ধ বানান লিখুন: ষ্টীমার
অর্থসহ বাক্য রচনা করুন: শরতের শিশির
সন্ধি বিচ্ছেদ করুন: পরস্পর
এক কথায় প্রকাশ করুন: ডালিমের কুঁড়ি