যুগ সন্ধিক্ষণের কবি কে?
'ইত্যাদি' এর ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।
আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে। কারক ও বিভক্তি নির্ণয় করুন।
'দ্বিপ' শব্দের অর্থ কী?
কীভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয় উদাহরণসহ আলোচনা করুন।
সূচীপত্র
কাৰ্য্যালয়
কৃতীত্ব
ক্ষিদে
ফরিয়াদী
শুভঙ্কর
কেবলমাত্র প্রতিযোগিরাই মঞ্চে আসবে।
তুমি স্বাক্ষী দেওয়ায় অপরাধীর আমরণ পর্যন্ত কারাদণ্ড হলো।
তার কনিষ্ঠতম কন্যা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
আর আমার বাঁচিবার স্বাদ নাই।
নিরোগী লোক প্রকৃতপক্ষে সুখী।
ক্লাস চলাকালীন সময়ে 'ইউনিফর্ম' ছাড়া অন্য পোশাক পড়া নিষেধ।
লেজে খেলানো
রথ দেখা কলা বেচা
মাছের মায়ের পুত্রশোক