আমড়াগাছি করা
ঘর থাকতে বাবুই ভেজা
তামার বিষ
আমি তাকে চিনি।
আকাশ মেঘে ঢাকা
বাঘের ভয়ে সকলে ভীত।
জিজ্ঞাসিব জনে জনে।
আমি আগামীকাল বাড়ি যাবো।
'কাঁচা' শব্দটির পাঁচটি ভিন্নার্থে প্রয়োগ লিখুন।
যা কোথাও উঁচু কোথাও নিচু
নষ্ট হওয়াই স্বভাব যার
মৃতের মতো অবস্থা যার
ঈষৎ আমিষ গন্ধ যার
যিনি বক্তৃতা দানে পটু
অর্ধচন্দ্র
গোঁফ খেজুরে
শাপে বর
নয় ছয়
ঢাকের কাঠি
নতুন ধান্যে হবে নবান্ন