যে যন্ত্রের সাহায্যে বায়ু চাপকে কাজে লাগিয়ে তরল বা বায়বীয় পদার্থকে নিম্নচাপযুক্ত স্থান হতে উচ্চ চাপযুক্ত স্থানে প্রবাহিত করা হয় তাকে কি বলে ?
ফসল কাটার পর গাছ থেকে বীজ পৃথকীকরণের প্রক্রিয়ার নাম কি ?
কোন পোকা বীজ সংরক্ষণের সময়, বীজের মাধ্যমে মাঠ থেকে গুদামে এসে সুপ্ত বা বংশবিস্তার করে এবং পরে বীজ বপনের পর মাঠের গাছকে আক্রমণ করে ?
কেউ কীটনাশক খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হলে , নিম্নোক্ত কোনটি করা ঠিক নয় ?
কোন আগাছা মানুষের ঔষধরূপে ব্যবহৃত হয় ?
নির্দিষ্ট কি অনুযায়ী বীজ গ্রহণ যোগ্য হলে লেবেল প্রদান করা যায় ?
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?
সিস্টোলিক চাপ বলতে বুঝায় ----
কোনটি বায়ুবাহিত রোগ?
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ---
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় -----
গাভীর 'ক্ষুরা রোগ' কোন জীবানু দ্বারা সংক্রমিত হয় ?
খাঁচায় মুরগি পালন করলে কোন ভিটামিনের অভাব দেখা দেয় ?
নিচের কোন উদ্ভিদে nodule হয় ?
বায়ুমন্ডলে কি কি ক্ষতিকারক পদার্থ দূষণ সৃষ্টি করে ?