'অম্বর' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
'অভি' কোন ভাষার উপসর্গ?
'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা?
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন?
'কুসুম' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানানসই?
'যত্ন করিলে রত্ন মিলিবে' এখানে 'করিলে' কোন ক্রিয়ার উদাহরন?
'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী?
এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
'চোখ পাকানো ' বাগধারাটির সঠিক অর্থ কী?
'Code ' শব্দের সঠিক পরিভাষা কোনটি?
'সুলতানার স্বপ্ন' লিখেছেন -
কোন কবি 'ছন্দের জাদুকর' নামে পরিচিত ?
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?
'তুরুপ ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
'দেখিয়া' শব্দের চলিত রুপ কোনটি?
'হা -ঘরে' বাগধারাটির অর্থ কী?
'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
এক কথায় প্রকাশ করুন : যে নারীর হাসি সুন্দর' ।
কর দান করে যে __
'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে ?