টুংরো ভাইরাস কোন গাছের রোগ সৃষ্টি করে?
মেসোডার্ম থেকে তৈরি হয় কোনটি ?
ক্যারোটিন এর আণবিক সংকেত কোনটি ?
পরিপক্ক হওয়ার পর যে ফল ওপর থেকে ফেটে যায় তা কোন প্রকারের ?
অত্যাবশ্যক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রাপ্তির জন্য কোন তেল বেশি উপকারী ?
কোলেস্টেরল (Cholesterol) কোন জাতীয় পদার্থ ?
একজন মহিলা তিনবার গর্ভবতী হলেন এবং তিনবারই তার ভ্রণ গর্ভপাত হলো। পরবর্তী সময়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে জানালেন যে তিনি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত । এটি কী ভাইরাস বলে তুমি মনে কর?
DNA অনুর নাইট্রোজেন বেস কত প্রকার ?
এক অণু গ্লুকোজকে দুই অণু অ্যাসিটাইল CoA - এ পরিণত করতে একটি ব্যাকটেরিয়াকে কয়টি এনজাইম ব্যবহার করতে হবে?
দাঁতের এনামেল কোন জার্মলেয়ার থেকে উৎপন্ন হয় ?
মনে কর একটি জীবকোষ গ্লুকোজ দিয়ে স্ববাত শ্বসন শুরু করল এবং এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 এবং H2O উৎপন্ন করল। এ প্রক্রিয়া চলাকালে মোট কয়টি ধাপে শক্তি উৎপন্ন হবে?
আরশোলার পুঞ্জাক্ষীর প্রতিটি দর্শন একককে বলে-
বাংলাদেশের জাতীয় পাখি কোন গোত্রের অন্তর্ভুক্ত ?
উদ্ভিদের DNA কে ভাইরাস DNA এর সাথে সংযুক্ত করে তা একটি ব্যাকটেরিয়া মধ্যে স্থানান্তর করতে কোনটি দরকার ?
সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রাধান বৈশিষ্ট্য ?
DNA থাকে কোষস্থ -
স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি ?
মানুষের চোখের রেটিনায় কত প্রকার আলোক সংবেদী কোষ থাকে ?
প্রাণিকোষের প্লাজমা মেমব্রেন , মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন , নিউকক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের মধ্যে সাধারণত থাকে -
প্রোটিন থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলে -