এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের ক্রোমোসোম সংখ্যা থাকে-
গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে HCI নিসৃত হয় ?
ভাইরাস কণার কেন্দ্রীয় অংশ কোন এসিড দিয়ে তৈরি ?
সেন্ট্রোসোমের মধ্যে অবস্থিত দুইটি সেন্ট্রিওলের একত্রে বলা হয়-
হেটেরোসিস্টের উপস্থিতি নিম্নের কোনটিতে দেখা যায় ?
নিউরনের টেলোডেনড্রিয়ার শেষ প্রান্তের স্ফিত অংশের নাম-
জীবকোষে প্রোটিন তৈরি হয় কোন অঙ্গানুতে?
জিহ্বার সাহায্যে খাদ্যের স্বাদ বোঝা যায় কোন স্নায়ুর সাহায্যে ?
স্ট্রেপ্টোমাইসিন জাতীয় এন্টিবায়োটিক এর উৎস হলো-
গ্লোমেরুলাস বৃক্কের কোন অংশে অবস্থিত?
কোষের মধ্যে সেল ও নিউক্লিয়ার মেমব্রেন ও অন্যান্য ক্ষুদ্রাঙ্গের মধ্যে যোগাযোগ ও পরিবহনে কোনটি ভূমিকা রাখে ?
মেন্ডেলের দ্বিতীয় সূত্র কোষবিদ্যার কোন ঘটনার সাক্ষ্য বহন করে?
নিম্নের কোন জীবাণু থেকে একটি বিশেষ জিন নিয়ে জিন কৌশলের মাধ্যমে তুলা গাছে প্রবেশ করিয়ে পোকা প্রতিরোধী গাছে পরিণত করা হয়?
কান্ডের ভূনিম্নস্থ শাখার মাথা স্ফীত হলে তাকে বলে-
শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম-
মানুষের রক্তের RBC-র জীবন কাল কত ?
কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে ?
অঙ্কুরোদগমের জন্য বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে ?
মানবদেহে মোট কয়টি অক্ষীয় কঙ্কাল বিদ্যমান ?
Palaeozoology শব্দটি কি সম্পর্কিত?