একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 ঘন্টা । এর ক্ষয় ধ্রুবকের মান কত?
1 kg ভরের বস্তুকে 20m উপর থেকে ছেড়ে দেয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার ঠিক মুহূত্বে এর গতিশক্তি কত হবে যদি g=9.8 ms-2 হয়?
ওলিক এসিড এর সংকেত কোনটি?
ওয়াস বোতলে বাঁকানো যে দুটি কাচনল ব্যবহৃত হয় ঐ কাচনল দুটি কী কী কোণে বাঁকানো থাকে?
Mg এর গলনাঙ্ক কত?
DNA অণুর শিকলদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে-
অম্লধর্মী বাদামী গ্যাস কোনটি?
নীলকান্ত মণি- এর উপাদানসমূহ কী কী?
ঢালাই লোহা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় আয়তনের কি ধরনের পরিবর্তন হয়?
কত লুমেন সবুজ আলো প্রায় এক ওয়াট ক্ষমতার সমান?
আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের অবতারণা করেন-
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় না?
অতি-পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে-১৯২৭ সালে কে এই বক্তব্য দেন?
অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বত্রতার কেন্দ্রের মধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে?
চৌম্বক-দ্বিপোল ভ্রামকের একক হলো-
এতটি পরিবাহকের ধারকত্ব 40 F। এতে কত আধান প্রদান করলে এর বিভব 8 v হবে?
ফ্লিন্ট কাচের প্রতিসরাংক কোনটি?
পৃথিবীর বায়ুমন্ডলে শোষিত আলোর জন্য যে কালো রেখাগুলোর সৃষ্টি হয় তাদেরকে বলা হয়-
ইথানলের সাথে কোন বিকার যোগ করলে সিলভার দর্পণ সৃষ্টি হয়?
FGD প্লান্টে কোনটির মিশ্রণ ব্যবহার করা হয়?