Bangladesh House Building Finance Corporation Ltd. Recruitment Test for Senior Office ( Written) Examination Held On: 10.11.2017 || 2017

All

১০.১১.২০১৭ 

মহাব্যবস্থাপক

বাংলাদেশ হাউজ বিভিন্ন ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড।

 ২২, পুরানা পল্টন, ঢাকা।

 

বিষয়ঃ হাউজিং খাতের ঋণকে জনপ্রিয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

জনাব,

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন হাউজিং খাতে ঋণপ্রদানের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এতজন গর্বিত কর্মী হিসেবে রিহ্যাব ও হাউজিং ফিন্যান্স কোম্পানিগুলোর সাথে যোগাযোগে যে কৌশল অবলম্বন করবে । নিচে দেয়া হলোঃ

  • রিহ্যাব এর অন্তর্ভূক্ত সকল হাউজিং মেলায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের স্টল রেখে আমাদের হাউজিং ঋণ সম্পর্কে মেলায় আগত দর্শনার্থীদের অবহিত করা।
  • বিভিন্ন Real Estate কোম্পানিগুলোতে আমাদের প্রতিষ্ঠানের স্বল্প সুদে ক্ষণ প্রদানের বিষয়টি অবহিত করা। 
  • ৫, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদি ঋণ সম্পর্কে Rehab ও অন্যান্য হাউজিং প্রতিষ্ঠানকে অবহিত করা এবং এচ্ছে। আমাদের প্রতিষ্ঠান প্রদেয় সুদের হার উল্লেখপূর্বক অন্যান্য আকর্ষণীয় প্যাকেজ সম্পর্কে অবহিত করা। 
  • হাউজিং ক্ষণ প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান কর্তৃক ৬ ধরণের হাউজিং ঋণ যেমনঃ

ক) বাড়ি নির্মাণ ঋণ।

খ) ফ্ল্যাট নির্মাণ ঋণ।

গ) প্রবাসী আবাসন ঋণ। 

ঘ) পত্নী আবাসন ঋণ । 

ঙ) আবাসন উন্নয়ন ঋণ 

চ) আবাসন মেরামত সম্পর্কে কোম্পানিগুলোকে তথ্য দেয়া। 

ছ) হাউজিং খাতের গৃহায়ন ঋণ 'টেকওভারের ক্ষেত্রে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন যে সুবিধা প্রদান করে তা জানিয়ে দেয়া। 

উপরিউক্ত প্রচারণা ছাড়াও ব্যক্তিগতভাবে প্রত্যেক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে এই খাতের হাউজিং কর জনপ্রিয় করে তোলার পরিকল্পনা রয়েছে।

সবিনয়

মোঃ শফিকুল ইসলাম।

সিনিয়র অফিসার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, ঢাকা। 

বর্তমান যুগ হলো গণতন্ত্রের যুগ। গণতন্ত্রের জয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই জন্য গণতন্ত্রের ফলের স্বাদ পেতে একটি দেশের জন্য সচেতনতা দরকার। যাই হোক, কোন দেশই সঠিক শিক্ষা ছাড়া গণতন্ত্রকে টেকসই করতে পারে না। শিক্ষিত এবং সচেতন ব্যক্তিরা তাদের জন্য সঠিক প্রতিনিধি পছন্দ করতে সক্ষম। 

আমাদের ক্রিকেট দলের আমাদের জন্য একটি গৌরবের অর্জন যোগ করেছে।

সম্প্রতি ব্যাংকিং খাত একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

অনেক সমালোচক তার মত একজন মহান সৃজনশীল অপরিচিত বা অজ্ঞাত লোককে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে । 

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

সচেতন পরিকল্পনা চমকপ্রদ ফলাফল এনে দিতে পারে।

নীতিশাস্ত্র হল নীতির একটি সমগ্র অংশ যা মূল্যবোধ, আদেশ এবং নীতির তদারকি করে।