Bangladesh development bank ltd, Recruitment Test for senior officer, Examination held on: 06.01.2018 || 2018

All

বৈশ্বিক উষ্ণায়নঃ সমস্যা ও প্রতিবিধান

বৈশ্বিক উষ্ণায়নঃ

  • বৈশ্বিক উষ্ণায়ন বলতে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে বুঝানো হয়।
  • এর মূল কারণ আকাশে Carbon dioxide (CO2), methane, Nitrus Oxide (N2O) and CFCs গ্যাসসমূহের নির্গমন ও সঞ্চায়ন। 

 

 বৈশ্বিক উষ্ণায়ন/জলবায়ু পরিবর্তনের চিহ্ন / প্রভাবঃ

  • ১৯০০ সাল হতে বৈশ্বিক তাপমাত্রা ০.৬ সেঃ বেড়েছে।
  • প্রতি দশকে ১ সেঃমিঃ করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে।
  • বিগত ৪০ বছরে আর্কটিক অঞ্চলের বরফের ঘনত্ব ৪০% কমেছে।
  • সারা বিশ্বের বড় বড় বরফ খণ্ডসমূহ গলছে।
  •  শরৎ ও বসন্ত দীর্ঘায়িত হচ্ছে এবং শীত ছোট হচ্ছে।
  • খরা সংঘটনের মাত্রা ও তীব্রতা বেড়েছে।
  • মৌসুমবিহীন বৃষ্টি বেড়েছে।
  • সাইক্লোন, এল নিনো সংঘটনের মাত্রা ও তীব্রতা বেড়েছে। দুর্যোগের দ্বারা খাদ্য শস্য হানি বেড়েছে।

 

বৈশ্বিক উষ্ণতার সমস্যাসমূহঃ

তাপমাত্রা বৃদ্ধিঃ 

  • পর্যায়ক্রমে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে চলছে (১৯৭০ সাল হতে ২০০০ সালের তথ্য) 
  •  ফলে শরৎ দেখিতে শুরু হয়েছ এবং বসন্ত আগেই চলে আসছে।
  • বাংলাদেশে শীতকালের স্থায়িত্ব কমে যাচ্ছে যা খাদ্য উৎপাদনকে প্রভাবিত করছে।

 

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিঃ অনেক গবেষনায় এটা প্রমাণিত যে, 

  • Arctic Himalayan, Silverrin অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গত দু'দশকে বেড়ে চলেছে ।
  •  সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ৭০% লোক ক্ষতিগ্রস্ত হতে পারে (UNDP এর মতে)

 

বৃষ্টিপাতে বৈচিত্র্যতায়ঃ

  •  বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২,৩০০ মিঃমিঃ।
  • কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চল ও মৌসুম ভেদে বৃষ্টিপাতে ভিন্নতা হচ্ছে
  •  উত্তর ও পশ্চিম অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৩০০ মিঃমিঃ এবং
  • পূর্ব উত্তর অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০০ মিঃমিঃ ।
  • বৃষ্টিপাতে এরূপ চরম অবস্থা কৃষি ও জীবিকাকে প্রভাবিত করে। 

 

প্রাকৃতিক দুর্যোগঃ

  • জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ সাইক্লোন, ঝড়, জলোচ্ছাস, ধন্যা, খরা, নদী ভাঙ্গন সংঘটনের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে
  • ২০০৮ সালে ৫৭টি দেশ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিজ্ঞার হয়েছে (UNWIP মতে)
  •  বাংলাদেশের ভৌগলিক অবস্থান একে দুর্যোগের কাছে নাজুক করেছে।

 

কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাঃ

  • জলবায়ু পরিবর্তন তাপমাত্রা, বৃষ্টিপাত ও পানি সরবরাহ পরিবর্তনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন এলাকাতে কৃষি উৎপাদন ও খানা নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
  •  একটি গবেষণায় দেখা যায় যে, জলবায়ু পরিবর্তন আউশ ফসলে ২৭%, গম উৎপাদনে ৬১% এবং সেচ ভিত্তিক ফসলে ৫৫% ক্ষতিকর প্রভাব ফেলেছে।

 

পরিবেশ ও জীববৈচিত্র

  •  প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়া পরিবেশ ও জীববৈচিত্রকে বিলুপ্ত করছে। 
  •  ২০০৭ সালে সংগঠিত সিডর ব্যাপকভাবে সুন্দর বনের প্রতিবেশ ও জীববৈচিত্র প্রভাবিত করেছে।

 

মানব স্বাস্থ্য 

  • জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ, চরম আবহাওয়া ও খাদ্য সমস্যা বৃদ্ধি করে। 
  •  জলবায়ু পরিবর্তনের ফলে ডায়রিয়া, পুষ্টিহীনতা প্রভৃতি বৃদ্ধি করে।
  • বন্যার ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। 

 

বৈশ্বিক উচ্চতার প্রতিবিধানঃ

বৈশ্বিক উষ্ণায়ন একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যার আশু সমাধান না হলে বিশ্ববাসীকেই এর খেসারত দিতে হবে। কাজেই এর দ্রুত ও দক্ষ একটি সমাধান প্রয়োজন যা সম্মিলিতভাবে নিতে হবে। এই উষ্ণায়ন রোধে একটি দেশ নিচের পদক্ষেপগুলো করতে পারেঃ

  • উষ্ণায়ন রোধে বনায়ন বিশেষ ভূমিকা পালন করে। উষ্ণায়নের মরণছোবল থেকে রক্ষা পাবার জন্য বনায়ন সৃষ্টি প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য।
  • ১৯৮০'র দশক থেকে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা প্রতিবছর গড়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস করে। বাড়ছে। কার্বন নিঃসরণকারী দেশগুলোর জন্য COP সম্মেলন হতে যে মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে সেই দেশগুলো চলছে কি না তা খতিয়ে দেখতে হবে।
  • বিশ্ব জলবায়ু চুক্তির ব্রোডম্যাপ তৈরী করে “Highest Carbon Emission" দেশগুলো হতে একটি বিশাল অঙ্কের Fund নিয়ে জলবায়ু পরিবর্তনে ও উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো যেমনঃ বাংলাদেশ, মাল্লীপ, ভূটান, শ্রীলংকাকে আর্থিক সাহায্য করতে হবে। 
  • IPCC ও জাতিসংঘের পরিবেশ সংস্থার মাধ্যমে বিশ্বব্যপী green product ব্যবহারের নির্দেশ দিতে হবে। 
  •  বিশ্বব্যাপী যে পরিবেশবাদী সংগঠনগুলি রয়েছে সেগুলোকে সোচ্চার হতে হবে । 
  • Monteal protocol, COP সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেয়া হয়েছে তার বাস্তবায়ন করতে হবে। 

 আমার একটি স্বপ্ন এই যে একদিন সকল উপত্যকা মহিমান্বিত হবে, প্রতিটি পাহাড় ও পর্বত নিচু হবে, প্রতিটি অন বিস্তীর্ণভূমি সমতলে পরিণত হবে, আঁকাবাকা স্থানগুলো সবল হবে আর মহান সৃষ্টিকর্তার মহিমা প্রকাশিত হবে এবং সবাই তা দেখবে। এটাই আমাদের আশা। এটাই সেই বিশ্বাস যার দ্বারা আমি দক্ষিণ
পশ্চিমাঞ্চলে গমণ করি। এই বিশ্বাস দ্বারাই আমরা পাহাড়সম নৈরাশ্যের পাথর ভেঙে আশায় পরিণত করতে পারি।

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

অধিকাংশ লোকেরই সময়জ্ঞান নেই

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

এটা তোমার পছন্দের জিনিস নয়। 

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

বৃহত্তর সফলতাই উৎকৃষ্ট প্রতিশোধ।

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

লোকজন শত শত বছর ধরে অনেক কুসংস্কার ধারণ করে আসছে।

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

সর্বদাই প্রস্তুত রয়েছে এমন মানুষের উপরই ভাগ্য কেবল সুপ্রসন্ন হয়।

বরাবর

ম্যানেজার

পদ্মা ব্যাংক লিমিটেড

৩৬, মতিঝিল, ঢাকা। 

জনাব, 

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ১২/১২/২০১২ তারিখ থেকে আপনার এই প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে আমার আবেদনের প্রেক্ষিতে তারা আমাকে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আমন্ত্রণ আনায়। প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করা হলো। উচ্চ শিক্ষা অর্জনের জন স্কটল্যান্ডে গঠন ও পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য আমার প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষা " সংক্রান্ত যে সুবিধাগুলো রয়েছে আমাকে প্রয়োজনীয় এই ১৫ লক্ষ টাকা ঋণ পেতে তা সাহায্য করবে।

অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে উপরের বিষয়টির প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশে উপরিলিখিত পরিমাণ টাকা প্রদান মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।

বিনীত নিবেদক

মোঃ হাবিব উল্লাহ 

সিনিয়র অফিসার 

পদ্মা ব্যাংক লিমিটেড

ঢাকা