রাষ্ট্র-নেতৃত্বে নারীঃ বাংলাদেশ ও বহির্বিশ্ব
ভূমিকাঃ এই পৃথিবী সৃষ্টির পর থেকেই মহান সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর যত উন্নয়ন, সাধিত হয়েছে এতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে। মানুষ যতই সভ্য হচ্ছে, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ততই বেড়ে চলছে। তাই আজ বাংলাদেশ সহ বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকালে দেখতে পাই যে সর্বত্রই নারীর জয়গান। তাদের অংশগ্রহণ ও সুদৃঢ় নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্র ক্রমান্বয়ে উন্নতির শিখরে উঠছে। নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশঃ বিশ্ব অর্থনৈতিক ফোরম (WEF) ২০১৬ এর রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ১৪৪টি দেশের মধ্যে ৭২তম। ২০১৫ সালে ছিল ৬৪তম। আর ২০১৪, ২০১৩, এবং ২০১২ সালে অবস্থান ছিল যথাক্রমে ৬৮, ৭৫ এবং ৮৬ তম। তবে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবার শীর্ষে।
রাজনৈতিক ক্ষমতায়নঃ বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতায়নে অন্যান্য সেক্টরের চেয়ে এগিয়ে। বিশ্ব অর্থনৈতিক প্রদত্ত রিপোর্টে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের সপ্তম। ২০০৬ সালে এর অবস্থান ছিল ১৭তম। গত দশক ধরে বাংলাদেশের শীর্ষ দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি'র সভাপতি পদে নারী। লিঙ্গ বৈষম্য হ্রাস করে আঞ্চলিক নেতৃত্বে সাফল্যের জন্য বাংলাদেশ মর্যাদাপূর্ণ ওসেন ইন পার্লামেন্টস (WIP) ফোরাম অ্যাওয়ার্ড লাভ করেছে।
জাতীয় সংসদে নারীঃ বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদে নারীর অংশগ্রহণে বাংলাদেশ বি ফোরাম | রাজনীতি ৭৪তম। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ নেতা শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ একাধিক নারী প্রতিনিধি রয়েছে। যার মধ্যে ২ জনগণের ভোটে নির্বাচিত।
মন্ত্রীসভায় ও প্রশাসনে নারীঃ বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী মন্ত্রীসভায় নারীর অবস্থানের দিক দি ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম। নব্বই এর দশক থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আপন মন্ত্রীসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নারী হয়ে আসছেন। বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী জন নারী রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রি বেগম মন্নুজান সুফিয়ান এবং বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। জাহাঙ্গার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি যথাক্রমে অধ্যাপক ফারজানা ইসলাম ও অধ্যাপক ড. শিরীন আখতার। প্রশাসনের মা পদে এ পর্যন্ত ৫৩৫ জন নারী দায়িত্ব পালন করেছে। বর্তমানে সরকারি চাকুরীতে ২৭% নারী রয়েছে। যা ২০১১ সালে ছিল ২১%। বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রথম বারের মতো একজন নারী কমিশনার কবিতা খানম-কে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচার বিভাগে নারীঃ বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ বর্তমানে নারী বিচারপতি রয়েছেন ৮ জন। যার মধ্যে একমাত্র আপিল বিভাগের নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূ ইসমত জাহান "নারীর বিরুদ্ধে বৈষম্য বিলুপ্ত কমিটির (বিভো)” সদস্য নির্বাচিত হয়েছে।
সামাজিক প্রতিষ্ঠানে নারীঃ দেশের বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানে শীর্ষপদে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক দীপা হাফিজা, টিআইবি'র ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ান সুলতানা, সেন্টার ফর পলিসি ডায়ালগের (CPD) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। দ্রুতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টি (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক সারা হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা উল্লেখযোগ্য।
পুরুষ নির্ভর অর্থনীতি, নিম্ন শিক্ষার হার, ধর্মীয় গোড়ামী দুর্বল সামাজিক মূল্যবোধ, পারিবারিক বৈষম্য, ধর্মীয় ভুল ব্যাখা আমাদের দেশে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপঃ
চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল। সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হালিম ইয়াকুব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান। করেন ২০১৭ সালের ২১শে সেপ্টেম্বর তিনিই একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি পরপর ৯বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার নজির স্থাপন করেছেন।
উপসংহারঃ বিশ্বে নারীর ক্ষমতায়নে যে সকল দেশ এগিয়ে, সে সকল দেশের সফলতার মূলে রয়েছে অর্থনৈতিক অগ্রগতি। উচ্চ শিক্ষার হার এবং সর্বোপরি সামাজিক সচেতনতা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) ২০১৬ এর রিপোর্টে নারীর ক্ষমতায়নে শীর্ষে পাঁচটি দেশ যথাক্রমে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং নিউজিল্যান্ড। উক্ত রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান ১৪৪টি দেশের মধ্যে ৭২তম। তবে আশার কথা হলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। নারীর ক্ষমায়তনে গুণগত দিক দিয়ে এগিয়ে ভারত। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান দল জাতীয় কংগ্রেসের সভাপতি। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দ বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত।
আপনাকে অল্প অল্প পদক্ষেপেই সন্তুষ্ট থাকতে হবে। এটাই জীবন। তাই যখন আপনি পিছন ফিরে তাকাবেন তখন দেখবেন এই ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপই মিলে বড় দূরত্ব সৃষ্টি করেছে এবং আপনি বুঝবেন যে আপনি কিছু দূরত্ব অতিক্রম করেছেন। আমার এটা গ্রহণ করতে দীর্ঘ সময় লেগেছে, কিন্তু ব্যাপারটি সত্য। আপনার ধৈর্য্য থাকতে হবে। আপনার জীবনের সবচেয়ে ভালো মানুষগুলি আপনাকে সূর্যের আলো দেখাবে যেখানে আপনি একবার মেঘের ছায়া দেখেছিলেন। যারা আপনাকে বিশ্বাস করে এবং যারা আপনার দোষ-ত্রুটি আপনাকে দেখাবে, তাদের আপনার মূল্যায়ন করা উচিৎ। অতএব, আপনিও বিশ্বাস করা শুরু করেন যে আপনিও মূল্যবান।
নতুন দিন শুরু করার এটাই মোক্ষম সময়।
আধ্যাত্বিক উন্নয়নের সাথে সংযোগসাধন ছাড়া বৈষয়িক উন্নয়ন জীবন সম্ভব নয়।
আমি যে বিশ্বাস ধারণ করি মূলত তা অমূলক নয়।
মানুষ তার আবির্ভাবের পর থেকে শত্রুর সাথে শক্তভাবে মোকাবিলা করে আসছে।
যতদূর সম্ভব আমাদেরকে প্রাণি কুলের প্রতি সদয় ও সহনশীল হতে হবে।
১৩.০১.২০১৮
বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ।
ব্যবস্থাপক,
নাভানা ফার্নিচারস এন্ড কোং
মতিঝিল, ঢাকা।
বিষয়ঃ অফিস ডেস্ক, চেয়ার এবং টেবিল ক্রয় প্রসঙ্গে।
জনাব,
সদ্য-উদ্ধোধনকৃত শিবালয় শাখার অধীন বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড এর প্রয়োজনীয় বেশ কিছু ফার্নিচার ও আনুষাঙ্গিক জিনিসপত্র আপনার বিখ্যাত নাভানা ফার্নিচার এন্ড কোং হতে নেয়া হয়েছে। কিন্তু আরো কিছু অফিসিয়াল ডেস্ক, চেয়ার এ টেবিল (যার সংখ্যা ও নাম নিচে উল্লেখ করা হলো) আগামী ২০.০১.২০১৮ তারিখের মধ্যে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
১. তিনটি একক চেয়ার ।
২. তিনটি একক টেবিল।
৩. মাঝারি সাইজের দুটো টেবিল ও দুটো ডেস্ক টেবিল।
উল্লেখ্য যে, উল্লিখিত সামগ্রীর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, নাম ও মূল্য তালিকা সঙ্গে সংযোজন করবেন।
বিনীত
আশরাফুল কবির
ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ।
A sense of unity and cohesion must be given top priority in the new code of conduct.
An action is moral so far as the action has its influence over the matter and immoral so far as it desists from it.
To exclusionism and isolationism, we have to be effaced from our moral vocabulary.
To make life worth-living, we must make living itself possible and living is not possible in case of modern men and women without an adequate and abiding sense of unity.
A suitable title: Unity Vs Isolationism.
Expatriates are the ancillary force in the economy of Bangladesh. Economic activities of Bangladesh is expanding with the money remitted by expatriates. There has been a substantial contribution of expatriates in raising and enriching the per-capital income and foreign currency reserves respectively in Bangladesh. In the stage of the economic progress of the world, the immigration issue in the sustainable development goals announced by the United Nations have attracted due importance.
Bangladesh girls have championed the SAF football games.
It seems to me the man is morbid.
I know that he has to retaliate extremely one day for this.
I am pleased to talk to you.
Sorry, I have no change.
The sum of three numbers in Arithmetic Progression is 30, and the sum of their square 318.Find the numbers.
Let, second term = a
Common difference = d
First term will be=a-d
And third term will be = a+d
according to question,
So, second term = 10
First term = (10-d)
and third = (10+d)
According to question ,
so, 1st term = 10-3=7; 2nd term= 10 & 3rd term = 10+3=13
ans. the number is 7,10,13
Here, the necessary rule is
Total = English+ Bangla - Both + None
50 = 35+ Bangla - 25+0
Bangla = 40
So total 40 speak Bangla
Speak only dot Bangla = 40 - 25 = 15
ans. Only 15 people speak in Bangla.
Length of each equal side of an isosceles triangle is 10cm and the included angle between those two sides is 45°. Find the area of the triangle.
Let, x be the perpendicular drawn from the vertex of the triangle
We know,
Now, we know area of triangle
ans.
What should be the values of a and b for which will be a perfect cube?
Price of 3 tables and 5 chairs is Tk. 2,000. Again, price of 5 tables and 7 chairs is 3200 Tk. What is the price of 1 table and 1 chair?
Let, the price of one table is x Tk.
And the price of one chair is y Tk.
According to the question
3x + 5y =2,000....................(i)
5x + 7y = 3, 200 ……..(ii)
Now, we multiply equation (i) by 5 & (ii) by 3 & subtract equation (ii) from equation (i)
Putting the value of y in equation (i), we get
ans. The price of 1 table is 500 Tk. and 1 chair is 100 Tk.
A committee is to consist of three members. If there are seven men and five women available to serve on the committee, how many different committees can be formed?
Committee members will be 3
Available men = 7 & Available women = 5
So, the combinations can be
i) 7c3 | |
So, total combinations = 35 + 105 + 70 + 10 = 220 ways. ans.
Total business time = 8+7= 15 months.
A's time weighted investment =
B's time weighted investment =
So, investment ratio =
Now, sum of their invest t = 25 + 24 = 49 [Dividing by 2,500]
So A get profit = Tk & B get profit = Tk
ans. The share of profit is 500 & 480 Tk.
Resolve into factors: