বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া । ৪ মিটার লম্বা ও ২.৫ মিটার কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম ২৭.৫০ টাকা হলে, মোট খরচ কত হবে?
(x+6)(x+4) কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করুন।
4x2+ax2,6x3-a2x এবং 143x3-a3 এর ল.সা.গু. নির্ণয় করুন।