বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ সালে।

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান।

ব্র্যাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ (ন্যানো স্যাটেলাইট), যা ২০১৭ সালের ৪ জুন মধ্যরাত ৩টা ৭ মিনিটে একটি কার্গো রকেটের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিআরএন-১১ অভিযানের মাধ্যমে স্যাটেলাইটটিকে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর ৭ জুলাই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে এর নিজস্ব কক্ষপথে ছাড়া হয়। মহাকাশ থেকে বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদ-নদী, সাগর-পাহাড়, গ্রাম-নগর ইত্যাদির আলোকচিত্র ধারণ করা যাবে এই ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করে প্রতিদিন ১৬ বার সমস্ত পৃথিবীকে এবং প্রতিদিন ৪ থেকে ৬ বার বাংলাদেশকে প্রদক্ষিণ করবে।

বাঙালী জাতীয়তাবাদ এর ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যবহৃত 'Selfie শব্দটি অস্ট্রেলিয়া দেশের ইংরেজি ভাষা থেকে এসেছে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের নাম সাকিব আল হাসান।

তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা।

বর্তমানে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা দেশে চরম রাজনৈতিক সংকট বিরাজমান।

Created: 3 months ago | Updated: 6 days ago

ওয়ার সিমেট্রি হলো যুদ্ধ সমাধি। বাংলাদেশে দুটি ওয়ার সিমেট্রি রয়েছে। যথাঃ 

ক) কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি অবস্থিত। 

খ) চট্টগ্রাম ওয়ার সিমেট্রি অবস্থিত।

মিয়ানামারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে।

'ব্রিজ অন দি রিভার কাওয়াই' এই বিখ্যাত ছায়াছবির 'কাওয়াই' নদীটি শ্রীলঙ্কায় অবস্থিত।

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার।

'ভূমি মাইন চুক্তি' অটোয়ায় স্বাক্ষরিত হয়।

'মৌলিক চাহিদা' ধারণাটি স্যামুয়েলসন উদ্ভাবন করেন।

'ফ্লোরিডা প্রণালী আটলান্টিক মহাসাগর এবং মেক্সিকো উপসাগর দুটি অংশকে সংযুক্ত করেছে।

কম্পিউটারে Back Up প্রোগ্রাম বলতে নির্ধারিত ফাইল Copy করাকে বুঝায় ।

Created: 3 months ago | Updated: 5 days ago

মডেম এর মধ্যে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে।

'টাইগার উডস' নামটি গলফ্ খেলার সাথে সম্পর্কিত।

করনার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি ওকিনাওয়া, জাপানে অবস্থিত।

Related Sub Categories