কেন্দ্রীয় শহীদ মিনারের নকশার কে?
কেন্দ্ৰীয় শহীদ মিনারের নকশাকার হামিদুর রহমান।
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী যুক্তফ্রন্ট সরকারের তৎকালীন কৃষিমন্ত্রী শেখ মুজিবুর রহমান।
টেলিফোন কে আবিষ্কার করেন?
টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল ।
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বাংলা ভাষার স্থান কততম?
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাভাষার স্থান অষ্টম।
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ।
‘আমার কিছু কথা’ মুক্তিযুদ্ধের বিষয়ে লিখিত অমর গ্রন্থের লেখক কে?
‘আমার কিছু কথা' মুক্তিযুদ্ধের বিষয়ে লিখিত অমর গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান ।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সেগুনবাগিচায় ।
বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এর চিত্রকর কে?
বিশ্ববিখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা' এর চিত্রকর লিউনার্দো দ্যা ভিঞ্চি।
আগামী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
আগামী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ।
জাতীয় জনসংখ্যা দিবস কবে?
জাতীয় জনসংখ্যা দিবস ২ ফেব্রুয়ারি। [১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস]
ভুটানের মুদ্রার নাম কী?
ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
আয়ারল্যান্ডের রাজধানীর নাম কী?
আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন ।
বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম কী?
বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম নাফনদী ।
বাংলা সনের প্রবর্তন কে করেন?
বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের কে আহবান করেন?
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন রাষ্ট্রপতি ।
LAN
LAN = Local Area Network.
WWW
WWW = World Wide Web.
BTCL
BTCL = Bangladesh Telecommunications Company Limited.
ICT
ICT = Information and communications technology.
CNN
CNN = Cable News Network.