পল্লী সঞ্চয় ব্যাংক || অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (24-11-2023) || 2023

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

ঢাকের কাঠি

Created: 6 months ago | Updated: 3 days ago

ঢাকের কাঠি (তোষামুদে): অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তির ঢাকের কাঠির অভাব হয় না।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

ঝাঁকের কই

Created: 6 months ago | Updated: 3 days ago

ঝাঁকের কই (একই দলের লোক) একটাকে ধরলে বাকিগুলোকে ধরা যাবে, ওরা সবাই ঝাঁকের কৈ।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

বিড়ালের আড়াই পা

Created: 6 months ago | Updated: 3 days ago

বিড়ালের আড়াই পা (বেহায়াপনা) : সভ্যতা-সংস্কৃতি রক্ষা বিড়ালের আড়াই পা ধরনের লোকের দ্বারা সম্ভব নয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

নিরানব্বই এর ধাক্কা

Created: 6 months ago | Updated: 3 days ago

নিরানব্বই এর ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি): চাকরি জীবনের শুরু থেকেই নিরানব্বইয়ের ধাক্কা লালন করা উচিত নয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

শিরে সংক্রান্তি

Created: 6 months ago | Updated: 3 days ago

শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): অন্যের শিরে সংক্রান্তি দেখে সুযোগের সদ্ব্যবহার করা উচিত নয়।

এক কথায় উত্তর লিখুন:
6.

"পঞ্চভূত" এর রচয়িতা কে?

Created: 6 months ago | Updated: 1 week ago

'পঞ্চভূত' এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর

Created: 6 months ago | Updated: 1 week ago

কাজী নজরুল ইসলাম এর প্রথম কাব্যগ্রন্থের নাম 'অগ্নিবীণা' (১৯২২)।

এক কথায় উত্তর লিখুন:
8.

“কবর" নাটকের রচয়িতা কে?

Created: 6 months ago | Updated: 3 days ago

'কবর' নাটকের রচয়িতা  মুনীর চৌধুরী।

Created: 6 months ago | Updated: 1 week ago

'চিলেকোঠার সেপাই' উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস

Created: 6 months ago | Updated: 1 week ago

"আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।" উক্তিটি -  ভারতচন্দ্র রায়গুণাকর রচিত 'অন্নদামঙ্গল কাব্যে'র ঈশ্বরী পাটনীর

'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ…

সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের'

 টেকসই ও জ্ঞানভিত্তিক উদ্ভাবনী জাতি এবং অর্থনীতির বিকাশ বাংলাদেশের প্রত্যাশা দীর্ঘদিনের। যেখানে অর্থের আধিপত্যের পরিবর্তে জ্ঞান, মেধা ও পরিশ্রমের জয়গান প্রতিষ্ঠিত হবে। তখন শোষণ ও বৈষম্যের জায়গা দখল করবে সাম্য ও স্বাধীনতা। দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণ ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্বদান এবং চতুর্থ বিপ্লবে টিকে থাকতে 'স্মার্ট বাংলাদেশ' বর্তমানে একটি স্বপ্নে পরিণত হয়েছে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে 'ডিজিটাল বাংলাদেশ' গঠনের যে প্রতিশ্রুতি ছিল, তা এখন দৃশ্যমান। এই 'ডিজিটাল বাংলাদেশ' বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ। ২০৪১ সাল সামনে রেখে এখন নতুন রূপরেখা 'স্মার্ট বাংলাদেশ'। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবনযাত্রা, হাতের মুঠোয় থাকবে সবকিছু। এবার ডিজিটাল বাংলাদেশের পথ ধরে আসবে এক রূপকথার মতো দেশ 'স্মার্ট বাংলাদেশ'। স্মার্ট বাংলাদেশ বলতে মূলত প্রযুক্তি নির্ভর জীবনব্যবস্থাকে বোঝায়, যেখানে সব ধরনের নাগরিক সেবা থেকে শুরু করে সবকিছুই স্মার্টলি করা যাবে। যেখানে ভোগান্তি ছাড়া প্রতিটি নাগরিক পাবে অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ সুযোগ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার ৭ এপ্রিল, ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে 'স্মার্ট বাংলাদেশ' নামকরণ করে। আর এটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ২১ আগস্ট, ২০২২ সালে ৩০ সদস্যবিশিষ্ট 'স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স' গঠন করা হয়। এছাড়া এ টাস্কফোর্সের অধীনে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়, যারা 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' প্রতিষ্ঠার জন্য নীতিনির্ধাণী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সুপারিশ প্রদান করবে। বাংলাদেশ সরকার দেশের উন্নয়নে যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সেই 'স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নে ৪টি স্তম্ভের আলোকে রোডম্যাপ তৈরি করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ চারটি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি) ভিত্তির ওপর গড়ে উঠবে। তাই বলা যায়, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাংলাদেশের ইতিহাসে এক দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। 

ইংরেজিতে অনুবাদ করুন:
13.

রহিম ফুটবল খেলে।

Created: 6 months ago | Updated: 1 day ago

রহিম ফুটবল খেলে।

= Rahim plays football.

Created: 6 months ago | Updated: 1 day ago

এখন সময় দশটা বাজতে দশ মিনিট বাকি।

=  It is ten minutes to ten o'clock now.

Created: 6 months ago | Updated: 1 day ago

দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।

=  It has been raining cats and dogs for two hours.

Created: 6 months ago | Updated: 1 day ago

পল্লী সঞ্চয় ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক।

= Palli Sanchay Bank is a specialized bank.

Created: 6 months ago | Updated: 3 days ago

পানি ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে।

= Water boils at 100 centigrade.

Created: 6 months ago | Updated: 1 week ago

The principal made an enquiry into the case. 

Created: 6 months ago | Updated: 1 week ago

I can give you no assurance of help.

Created: 6 months ago | Updated: 1 week ago

how do you spell your surname?

Created: 6 months ago | Updated: 1 day ago

The noun form of the word 'Fortunate' is  fortune

Created: 6 months ago | Updated: 1 day ago

May Allah help you! It is an optative sentence.

আমরা জানি,

সুদ, I = pnr

=××=    টাকা 

সুদ-আসল ৮০০০০+৮০০০ = = ৮৮০০০ টাকা

আবার, ১ বছর = ১২ মাস

এখন, ১২ মাসে ৮৮০০০ টাকাকে ১২টি কিস্তিতে দিতে হলে

প্রতি কিস্তিতে পরিশোধ করতে হবে = = ৭৩৩৩.৩৩ টাকা (প্রায়)

আমরা জানি,

১ ঘনমিটার = ১০০০ লিটার

⇒ ১০০০ লিটার = ১ ঘনমিটার

⇒ ৮০০০ লিটার = ৮ ঘনমিটার

চৌবাচ্চাটির আয়তন = ৮ ঘনমিটার

মনেকরি, গভীরতা = x

প্রশ্নমতে, 

.×.×x=  x = .×. x = . মি. (প্রায়)

চৌবাচ্চাটির গভীরতা = ১.৫২ মি. (প্রায়)

এখানে, ক্রয়মূল্য = ৮০০ টাকা

এবং বিক্রয়মূল্য = ১০০০ টাকা

লাভ = ১০০০ - ৮০০ = ২০০ টাকা

শতকরা লাভ =  ×%=% 

Created: 6 months ago | Updated: 1 week ago

দেওয়া আছে, a+b=13a-b = 3

আমরা জানি,  

a2+b2=a+b2+a-b22= 132+323= 169+92= 1782 = 89 

Created: 6 months ago | Updated: 1 week ago

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি

Created: 6 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম ক্যাপ্টেন এম মনসুর আলী

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি- গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী

Created: 6 months ago | Updated: 1 week ago

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এর নাম আব্দুর রউফ তালুকদার।

Created: 6 months ago | Updated: 1 week ago

দুটি ইন্টারনেট ব্রাউজার এর নাম  Firefox, Internet Explorer

Created: 6 months ago | Updated: 1 week ago

SWIFT এর সদর দপ্তর অবস্থিত লা হুল্পে, বেলজিয়াম

Created: 6 months ago | Updated: 1 week ago

সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে

Created: 6 months ago | Updated: 1 week ago

কম্পিউটারের তিনটি ইনপুট ডিভাইস এর নাম মাউস, কী-বোর্ড, স্ক্যানার।

সংক্ষেপে উত্তর দিন:
35.

একটি পূর্ণাঙ্গ E-mail ID লিখুন।

Created: 6 months ago | Updated: 1 week ago

একটি পূর্ণাঙ্গ E-mail ID ‘[email protected]’ 

Created: 6 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের ছয় লেন বিশিষ্ট সেতু মধুমতি সেতু (কালনা), গোপালগঞ্জ।