সিভিল সার্জনের কার্যালয়, ঠাকুরগাঁও || স্বাস্থ্য সহকারী (16-03-2024) || 2024

All

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হল সর্বজনীন পেনশন স্কিম। সে স্কিমের আওতায় সরকারি চাকুরীজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ কারো বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে এটিতে নিবন্ধন করতে পারবেন।

স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ঠিক করা হয়েছে। এগুলো হলো-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট।

চাঁদ: চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪,৩৯৯ কিলোমিটার। চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার (২,১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক-চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৭ দিন, ৭ ঘন্টা, ৪৩ মিনিট এবং ১১ সেকেন্ড সময় নেয় কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় ২৯.৫ দিন হিসেবে গণনা করে। জোয়ার ভাঁটার জন্যে চাঁদকে দায়ী করা হয়।

তাঁরা: তারা প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। অধিকাংশ তারার বয়স ১০০ কোটি থেকে ১০০০ কোটির মধ্যে। কিছু তারার বয়স ১৩,৭০ কোটির কাছাকাছি। তারা জ্বলজ্বল করার কারণ হচ্ছে, এর কেন্দ্রে নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা তারার পুরো অভ্যন্তরভাগ পার হয়ে বহিঃপৃষ্ঠ থেকে বিকিরিত হয়। বিভিন্ন ধরণের তারকার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে মেইন সিকুয়েন্স সিকুয়েন্স তারকাদের। মহাবিশ্বে তারকাদের ৮০ ভাগই এই শ্রেণির তারকা।

নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন।
4.

ভাষা আন্দোলন

Created: 6 months ago | Updated: 1 day ago

ভাষা আন্দোলন= ১৯৫২ সালে।

নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন।
5.

যুক্তফ্রন্ট সরকার গঠন

Created: 6 months ago | Updated: 1 day ago

যুক্তফ্রন্ট সরকার গঠন=১৯৫৪ সালে।

নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন।
6.

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

Created: 6 months ago | Updated: 15 hours ago

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন=১৯৭২ সালে।

নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন।
7.

ছয় দফা

Created: 6 months ago | Updated: 1 day ago

ছয় দফা= ১৯৬৬ সালে।

নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন।
8.

পলাশীর যুদ্ধ

Created: 6 months ago | Updated: 7 hours ago

পলাশীর যুদ্ধ = ১৭৫৭ সালে