একটি পেন্সিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
একটি ক্রিকেট দলে যতজন 'স্ট্যাম্প আউট' হলো তাই দেড়গুণ 'বোল্ড আউট' হলো। মোট উইকেটের অর্ধেক 'কট আউট' হলো। দলের কতজন 'বোল্ড আউট' হলো?
নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে? .০১, .০০০৯, ০২০, .০০১
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক।
ইসলামের আয় আছমার আয় অপেক্ষা ২৫% বেশি। আছমার আয় ইসলামের আয় অপেক্ষা কত % কম?
একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতি কত?
একটি ত্রিভুজ আকৃতির জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে?
a+b=7 এবং ab=12 হলে a-b=কত?
একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্রসংখ্যা কত?
ABC ত্রিভুজের AB=AC হলে নিচের কোনটি সঠিক?
৪২ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ৪ঃ৩। এতে আর কত সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৫ঃ৩ হবে?
একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কি. মি. বেগে বলে ২২০ মি. দীর্ঘ প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত?
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রী হলে অপর দুটি কোণের মান কত ডিগ্রী?
চারটি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত % লাভ হবে?
সুদের হার কত হলে ১০০ টাকা ৫ বছরে দ্বিগুণ হবে?
যত দাতা প্রত্যেকে তত ১০ টাকা দেয়াতে মোট ২৫০ টাকা হলে, দাতার সংখ্যা কত?