একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। একটি নল ৪০ মিনিট ভর্তি করতে পারে এবং অপরটি এক ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে?
দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?
১৫ জন লোকের বয়সের গড় ২৯ বছর। তাদের মধ্যে ২ জনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের বয়সের গড় কত?
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি ভেড়ার মূল্য কত হবে?
x-y=3 হলে , x3-y3-9xy=কত?
২৩÷৪৫ এর ২০১১= কত?
রম্বসের কর্ণদ্বয় পরস্পর 'O' বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভক্ত কোণ__
a+b=c হলে , a3+b3+3abc=কত?
১৩,৫৬,১৫৬,১৫৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখন্ডকদ্বয়-