পরম শূন্য (absolute zero) সমান কত ?
কোনো উপাদানের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা যথাক্রমে 7 ও 13 হলে, নিউট্রন ও প্রোটন সংখ্যা সমুহ যথাক্রমে _____।
KeFeCN6 যৌগে Fe এর জারণ সংখ্যা _____।
প্রোটনের চার্জ হলো _____।
C6H12O6 →250C C2H5OH + CO2 বিক্রিয়ায় যে এনজাইমটি ব্যবহৃত হয় তা হলো _____।
চামড়া শিল্পে ট্যানারি বর্জ্যে উপস্থিত ক্ষতিকর উপাদানটি হলো _____।
একটি জলাশয়ের পানির জৈবিক অক্সিজেন চাহিদা (BOD) এর মান হলো 420 । গুণগতভাবে উক্ত জলাশয়ের পানি ____।
ইলেকট্রনের অরবিটাল কোয়ান্টাম সংখ্যা l =3 হলে ml এর মান ____।
প্যারাসিটামলের আনবিক সংকেত কোনটি ?
E =hv সমীকরণটি হলো ___।
খাদ্য অনুমোদিত প্রিজারভেটিভ সমূহের মধ্যে ব্যবহৃত এন্টিঅক্সিডেন্টগুলো বায়ু দ্বারা খাদ্যের ______।
1s22s22p63p63d104s1 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের ?
'যে β কার্বনে কম সংখ্যক H পরমাণু যুক্ত থাকে ' সে কার্বন থেকেই বেশিরভাগ H পরমাণু অপসারিত হয়' । এটি হলো ____।
প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু t1/2 এর মান _____।
পানির হিমাঙ্ক কত ?
রোগ নির্ণয়ে MRI পরীক্ষার মূলনীতির সাথে নিচের কোন বর্ণালিমিতিটি সাদৃশ্যপূর্ণ ?
CH3COCH39 CH3CH2CHO এবং CH2 = CH-CH2OH পরস্পর _____।