জামিল বাজার থেকে টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট হলো এবং মোট দশ উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি দৈর্ঘ্যে ৩ গুণ। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ কড় হবে?
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
শামীম ও রুমানা একত্রে একটি ভবনের ডিজাইন ১২ দিনে শেষ করতে পারে। শামীম একা ডিজাইনটি ২০ দিনে শেষ করতে পারে। যদি রুমানা একা ডিজাইনটি নিয়ে কাজ করে তাহলে সে কত দিনে ডিজাইনটি শেষ করতে পারবে?
ক ঘণ্টায় ১০ কি.মি এবং খ ১৫ কি.মি বেগে একই সময় একই স্থানে থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০ টা বেজে ১০ মিনিটের সময় এবং খ ৯ টা বেজে ৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছাল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কি.মি?
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
৯, ৩৬, ৮১, ১৪৪ ......... এর পরবর্তী সংখ্যাটি কত?