x2+1=2x হলে x2+1x2= কত?
একটি গুরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো । গরুটির ক্রয়মূল্য কত?
a+b+c=9 এবং ab + bc + ca =26 হলে a2+b2+c2 এর মান কত?
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১: ২: ২:৩ হলে কোণের পরিমাণ হবে__
ঢাকা ও চট্রগ্রাম রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটি করে ট্রেন উভয় স্টেশনের দিকে যাত্রা করে । প্রত্যেক ট্রেন সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশনে থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছা পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে?
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তাদের ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পরে ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত বছর?
'ক' তার স্বামী ও ২ বোনকে রেখে মারা যায়। 'ক' এর সম্পত্তি স্বামীকে ৩৭ অংশে ও ২ বোনকে ৪৭ অংশে বণ্টন করে দেয়া হয়। এরুপ বণ্টনে কোন নীতি অনুসৃত হয়েছে?