'অপদেবতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মন্দ অর্থে
বিপরীত অর্থে
বৃথা অর্থে
অস্বাভাবিক অর্থে
নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।
'লঙ্কা পায়রা' বাগধারার সঠিক অর্থ কোনটি?
পলায়ন করা
কুচক্রী
উল্টাফল
ফুলবাবু
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?
কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?
কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
A bad workman quarrels with his tools---
'একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ?
'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
'চানাচুর' কোন ভাষার শব্দ?
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
ব্যতিহারিক সর্বনাম কোনটি?
কুঁড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?
'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
'আছ তুমি প্রভু জগৎ মাঝারে ' - এখানে 'মাঝারে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
'ভাল ফলের জন্য চেষ্টা কর।' এটি কোন ধরনের বাক্য?
নিচের কোন বানানটি সঠিক?
কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?
কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?
'তারাবাঈ' নাটকের রচয়িতা কে?
কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি ?
নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।