বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
নিচের কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হবে?
১২৫% -এর সমান ভগ্নাংশ কোনটি?
একটি সোনার গহনার ভর ২০ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ ১ হলে, তামার পরিমাণ কত?
৬ টি কমলার ক্রয়মূল্য ৫ টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সেন্টিমিটার ও ৪ সেন্টিমিটার হলে অতিভুজ কত?
১০৮ এর ৪/৯ অংশ কত?
দু'টি সংখ্যার ল.সা.গু . ৯০ গ.সা.গু ১৫, একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
সরল সুদের হার শতকরা কত হলে , কোন মূলধন সুদে- আসলে তিন গুন হবে?
শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?
আবিদ, আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা ৩ঃ৫ঃ৭ অনুপাতে ভাগ করে দিলে আবিদ ১৫০ টাকা পায়। মোট টাকার পরিমাণ ক ত?
তিন সন্তানের বয়সের গড় ৯ বছর। পিতাসহ তাদের বয়সের গড় ১৮ বছর হলে, পিতার বয়স কত?
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
১০ কিলোগ্রামে কত কুইন্টাল ?
কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে?
১৬
25
৩৬
9
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে, ব্যাসার্ধ কত?
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে?
২,৪,৮,১৪,২২,৩২............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুর অবস্থান কোথায়?
কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪ : ৫: ৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?
6x+75-2x-110=1 সমীকরনটির সমাধান কোনটি?
r ব্যাসার্ধ ও h উচ্চতায় একটি সিলিন্ডারের আয়তন কত?
x-y=1 এবং xy=56 হলে, x+y= কত?
x-1x=5 হলে, x2+1x2 কত?
কোনো বিন্দুর স্থানাঙ্ক ( x, y) হলে, মূল বন্দিুর দূরত্ব কত?
(9x2+16y2) রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
x2+y2-64=0 সমীকরণটির লেখচিত্র কোনটি?
θ এর মান কত হলে sinθ=cosθ হবে?
y=(logx)2 হলে dydx= কত?
∫sec2(ax+b)dx= কত?
সার্বিক সেট U={1,2,3,4,5,6); A={1, 3, 5};B={3, 5, 6} সেট হলে A'∩B' কত হবে?
সুষম বহুবুজের বাহুর সংখ্যা n হলে, অন্তঃস্থ কোণগুলোরসমষ্টি কত?
৫ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
১ মাইলে কত কিলোমিটার?
সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ার এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
x2-7x+12 এর উৎপাদক হচ্ছে-