STP তে কোন গ্যাসের 1 L এ কত মোল গ্যাস থাকে ?
সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল হল-
5 mL 2 N NaOH এবং 2 mL NaOH কে একত্রে মিশালে দ্রবণের ঘনমাত্রা হবে-
44 g CO2 এ কার্বন পরমাণুর সংখ্যা -
NaCI পানিতে দ্রবীভূত হলে পাওয়া যায়-
H2SO4 + K2Cr2O7 + KI এর বিক্রিয়ায় প্রধান উতপাদনটি হল-
আদর্শ দ্রনণ কোন সূত্রটি মেনে চলে ?
একটি তরল পদার্থকে উত্তপ্ত করলে সেটি তখনই ফুটতে আরম্ভ করে, যখন -
শিখা পরীক্ষায় বেগুনী বর্ণের শিখা প্রদর্শন করে-
নিচের কোনটি অবস্থান্তর ধাতু ?
ম্যাগনেটাইট যে ধাতুর আকরিক , তা হল-
নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে ?
লুকাস বিকারক হল-
CH34C যৌগটির IUPAC নাম-
নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ?
K2Cr2O7 যৌগে Cr এর জারণ সংখ্যা-
ড্যানিয়েল বিদ্যুৎ কোষে দস্তা ও এসিডের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়-
CH3COOH5 + H2O →H+ CH3COOH +CH3OH বিক্রিয়াটির ক্রম-
CH2=CH2 এর সাথে Br2/H2O যোগ করলে উৎপন্ন হবে-
নিচের কোনটি অনার্দ্র AICI3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করবে ?
নিচের কোন আয়নটি HCI এর অম্লীয় দ্রবণ থেকে H2S দ্বারা অধঃক্ষিপ্ত হবে ?
কোন দ্রবণের pH 4 হতে 5 এ পরিবর্তিত হলে দ্রবণটির হাইড্রোজেন আয়ন H+ এর ঘনমাত্রা-
প্রোটিন চেইন গঠনে ব্যবহৃত নির্ধারিত এমাইনো অ্যাসিডের সংখ্যা
পারমানবিক সংখ্যা 12 এবং ভর সংখ্যা 25 বিশিষ্ট একটি নিউক্লিয়াসে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে ?
নিচের কোনটি আদর্শ গ্যাস ?
নিচের কোন যৌগটি O2 এর সাথে বিক্রিয়া করে?