একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০০ কোন উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ্য ১২ সেমি হলে, চাপের দৈর্ঘ্য কত?
তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?
নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
একটি শ্রেনীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেনীর ছাত্র সংখ্যা কত?
নীচের কোনটি সত্য নয়?
শাহীন ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
নীচের কোনটি সত্য?
৭ কোন সংখ্যার ৫%?
ব্যাসার্ধ্য ৩০% হ্রাস পাওয়াতে ১টি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হাস পেল?
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এদের গ, সা, গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন ৩০% ভোট পেয়ে ১৫০০০ ভোটে পরাজিত হয়। বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে?
একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হল। জিনিসটির ক্রয়মূল কত?
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌনিক দূরত্ব ৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
Log319 এর মান কত?
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
বৃত্তের ব্যাস ২৬ সে.মি. হলে এর পরিধি কত?
যে রাশিকে ভাগ করা হয় তাকে কি বলে?
নীচের কোন সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য নয়?
একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ৭ সে.মি ও ৫ সে.মি হলে পরিসীমার অর্ধেক কত সে. মি.?