৬, ১৭, ৪৯, ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত?
ক, খ এবং গ ৫৬০ টাকা নিয়ে কারবার শুরু করলো। ক, খ এর চেয়ে ৯০ টাকা বেশি দিয়েছে এবং খ, গ এর চেয়ে ১৪০ টাকা কম দিয়েছে। কারবারে ২২৪ টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে?
একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে ৩, ৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ এবং ৫ অবশিষ্ট থাকে?
x+y=3 হলে x3+y3+9xy এর মান কত?
ক একটি কাজ ২০ দিনে করতে পারে এবং খ কাজটি ৩০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৮ দিনে কাজ করার পর ক চলে গেল। বাকী কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে?
একজন দোকানদার ৫ টি লেবু যে দামে কেনে, ৪ টি লেবু সেই দামে বিক্রি করে । তার শতকরা কত লাভ হবে?
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর ২ , অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্তাা সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম । সংখ্যাটি কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ঃ১ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ ২ হবে। তাদের বর্তমান বয়স কত?
x+y=2 x2+y2=4 x3 +y3 এর মান নির্ণয় করুন।
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির পাঁচগুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?