দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় || অডিটর (2016) || 2016

All

ইন্টারনেটকে কেন্দ্র করে মানুষের যে ব্যাপক কৌতূহল, সার্বক্ষণিক চিন্তা, "ক্রিয়া-প্রতিক্রিয়া, অনমনীর ইচ্ছা এবং অসংযত আচরণবোধ এসব কিছুকেই ইন্টারনেট আসক্তি বলা হয়। 

ইন্টারনেট আসক্তির প্রধান কারণঃ 

১) ইন্টারনেট যারা নতুন ব্যবহার করে তারা কৌতূহল ও উৎসাহ নিয়ে বিভিন্ন সাইটে ঘুরে, এভাবে আসক্ত হয়। 

২) কম্পিউটার গেম, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সেটিং ইত্যাদির প্রতি আকর্ষণ ও নির্ভরশীলতার দ্বারা আসক্তি আসে। 

৩) বিভিন্ন Adult Site এর প্রতি আগ্রহ। 

৪) নতুন নতুন তথ্য সংগ্রহের আগ্রহ থেকে আসক্তি। 

৫) ভার্চুয়াল বন্ধু-বান্ধব খোজা ও তাদের সময় দেওয়া। 

৬. ইন্টারনেটকে বিকল্প বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করার মাধ্যমে 

৭) বাস্তব জীবনের সমস্যা ভুলে থাকতে ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার। । 

৮) ভার্চুয়াল জগতে নিজেকে প্রচার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্লগ, ফোরাম, চার্ট রুম, ফেসবুক ইত্যাদির অতিরিক্ত ব্যবহার। 

৯) অনেকে প্রতারণা করার জন্য অধিকমাত্রায় ইন্টারনেট ব্যবহার করে। কারণ ইন্টারনেটে নিজের তথ্য গোপন রাখা যায় । 

প্রতিকারঃ 

১) চিত্ত বিনোদনের অন্য উপায়গুলোর মাঝে নিজেকে নিয়োজিত রাখা । 

২) পরিবারকে আরো বেশি সময় দেওয়া। 

৩) নিজের দুঃখ-কষ্ট চিহ্নিত করা ও তা দূর করার চেষ্টা করা। 

৪) নিজের সমস্যা সরাসরি আত্নীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করা। 

৫) বাস্তব জীবনে বেশি মানুষের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলা। 

৬) অসামাজিক, ঘর কুনো বা লাজুক স্বভাব পরিত্যাগ করা। 

৭) ধীরে ধীরে ইন্টারনেট ব্যবহার হ্রাস করা। 

৮) ইন্টারনেট ব্যবহার না করে অন্য কোনো কাজ করা গেলে তা করা। 

৯) প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

অর্থ সহ বাক্য রচনা করুন;
2.

যক্ষের ধন

Created: 3 months ago | Updated: 2 days ago

যক্ষের ধন (কৃপণের ধন): রহিম তার টাকাকড়ি যক্ষের ধনের মতো আগলে রেখেছে।

অর্থ সহ বাক্য রচনা করুন;
3.

ভূষন্ডির কাক

Created: 3 months ago | Updated: 2 days ago

ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী ব্যক্তি): পৃথিবীতে সবাই ভূষণ্ডির কাক হতে পারে না।

অর্থ সহ বাক্য রচনা করুন;
4.

ছকড়া নকড়া

Created: 3 months ago | Updated: 2 days ago

ছকড়া নকড়া (তুচ্ছ তাচ্ছিল্য করা): কথায় কথায় কাউকে ছকড়া নকড়া করলে তার প্রতি আগ্রহ কমে যায়।

অর্থ সহ বাক্য রচনা করুন;
5.

ড়দাই লষ্কর চাল

Created: 3 months ago | Updated: 2 days ago

গদাই লস্কার চলে (আলসেমী): তাড়াতাড়ি হাত চালাও, অমন গদাই লস্করী চালে কাজ করলে সব পন্ড হবে।

অর্থ সহ বাক্য রচনা করুন;
6.

অগস্ত্য যাত্রা

Created: 3 months ago | Updated: 2 days ago

অগস্ত্য যাত্রা (শেষ বিদায়): পরীক্ষায় পাশ করতে না পেরে রহিম সেই যে গেল, সেটাই তার অগস্ত্য যাত্রা।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
7.

কান্নায় শোক মন্দীভূত হয়

Created: 3 months ago | Updated: 1 day ago

ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
8.

বোটা আলগা ফল গাছে থাকে না

Created: 3 months ago | Updated: 2 days ago

অপাদান কারকে প্রথমা বা শূন্য বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
9.

অন্ধজনে দেহ আলো

Created: 3 months ago | Updated: 2 days ago

সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। 

Created: 3 months ago | Updated: 2 days ago

কর্ম কারকে দ্বিতীয়া।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
11.

জগতে কীর্তিমান হয় সাধনায়

Created: 3 months ago | Updated: 2 days ago

করণ কারকে সপ্তমী

Created: 3 months ago | Updated: 1 day ago

আপনি সপরিবারে আমন্ত্রিত।

Created: 3 months ago | Updated: 3 days ago

বন্যার্তদের ত্রাণ সামগ্রি দেয়া হয়েছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা।

শুদ্ধ করে লিখুন ;
15.

ঐক্যতান গুণতে ভাল লাগে

Created: 3 months ago | Updated: 3 days ago

ঐকতান শুনতে ভাল লাগে। 

Created: 3 months ago | Updated: 1 day ago

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।

এক কথায় প্রকাশ করুন;
17.

এক থেকে শুরু করে ক্রমাগত

Created: 3 months ago | Updated: 1 day ago
এক কথায় প্রকাশ করুন;
18.

যে মেয়ের বিয়ে হয়নি

Created: 3 months ago | Updated: 1 day ago

কুমারী।

এক কথায় প্রকাশ করুন;
19.

যে ভবিষৎ না ভেবেই কাজ করে

Created: 3 months ago | Updated: 1 day ago

অবিমৃশ্যকারী।

এক কথায় প্রকাশ করুন;
20.

হনন করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 1 day ago

জিঘাংসা।

এক কথায় প্রকাশ করুন;
21.

যা অতি দীর্ঘ নয়

Created: 3 months ago | Updated: 1 day ago

নাতিদীর্ঘ ।

Related Sub Categories