ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইন্স’ কোন দেশের বিমান সংস্থা?
আমেরিকার।
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
পাল বংশ।
ম্যাকমোহন লাইন কী?
ভারত ও চীনের সীমানা নির্ধারণী লাইন।
ADB এর সদর দপ্তর কোথায়?
ম্যানিলা, ফিলিপাইন ।
“রাষ্ট্রীয় সমাচার সমিতি” কোন দেশের সংবাদ সংস্থা?
নেপাল।
“শুকুন্তলা” কার লেখা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলাদেশ আনবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ময়মনসিংহ।
বিজয়- ৭১ এর স্পতি কে?
শ্যামল চৌধুরী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়।
“ওয়াটার লু যুদ্ধ” কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল?
ফরাসি সম্রাট নেপোলিয়ন ও ডিউক অব ওয়েলিংটনের মাঝে (ফরাসি ও ইউরোপিয়ান)।
“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে?
গোবিন্দ হালদার।