গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় || অফিস সহায়ক (27-05-2016) || 2016

All

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

অ আ ক খ

Created: 3 months ago | Updated: 6 days ago

অ আ ক খ ( প্রাথমিক জ্ঞান) = তুমি তো বিজ্ঞানের অ আ ক খ জানো না, এ প্রজেক্ট করবে কীভাবে?

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 5 days ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব = তোমাকে তামার বিয়ে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

চোখে সাঁতার পানি

Created: 3 months ago | Updated: 6 days ago

চোখে সাঁতার পানি (অতিরিক্ত মায়াকান্না = চোখে সাঁতার পানি এনে আর লাভ নেই, আমি সব বুঝে গেছি।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

ঝাঁকের কৈ

Created: 3 months ago | Updated: 6 days ago

ঝাকের কৈ (এক দলের লোক)= ওরা সবাই ঝাঁকের কৈ, এক কথা তো বলবেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

সোনার পাথর বাটি

Created: 3 months ago | Updated: 6 days ago

সোনার পাথর বাটি (অলীক বস্তু) = আমার সাধ্যে কুলালে অবশ্যই দেব কিন্তু যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ।

এক কথায় প্রকাশ করুন:
6.

উপকারীর অপকার করে যে 

Created: 3 months ago | Updated: 6 days ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।

এক কথায় প্রকাশ করুন:
7.

যে দীপ্তি পাচ্ছে

Created: 3 months ago | Updated: 6 days ago

যে দীপ্তি পাচ্ছে  = দেদীপ্যমান।

Created: 3 months ago | Updated: 6 days ago

সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন।

এক কথায় প্রকাশ করুন:
9.

যে ভবিষৎ না ভেবেই কাজ করে

Created: 3 months ago | Updated: 5 days ago

যে ভবিষৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।

এক কথায় প্রকাশ করুন:
10.

যা ক্রমশ বর্ধিত হচ্ছে

Created: 3 months ago | Updated: 4 days ago

যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু ।

                                                                                                                            ”সবার জন্য শিক্ষা”

  1. আমাদের দেশে সর্বজনীন শিক্ষা বলতে মূলত মৌলিক শিক্ষাকে বোঝায়, যা প্রধানত প্রাথমিক শিক্ষার মাধ্যমে দেয়া হয়। 
  2. বাংলাদেশ সরকার আশির দশকে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক করেছে। 
  3. প্রাথমিক শিক্ষার দ্বারা শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্নিক, নৈতিক এবং মানবিক বিকাশ এবং উন্নয়ন সাধন হয়। 
  4. দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সর্বজনীন শিক্ষার তথা প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। 
  5. আমাদের জাতীয় জীবনের অধিকাংশ সমস্যার সমাধান শিক্ষিত জনগোষ্ঠীর দ্বারা হয়ে থাকে। 
  6. প্রাথমিক শিক্ষার ভিত্তিভূমি দুর্বল হলে তা ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় জীবনে প্রভাব ফেলে । 
  7. সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। 
  8. সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে প্রতিবছর সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয় । 
  9. বাংলাদেশে ৬-১০ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য ১৯৮০ সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 
  10. সর্বজনীন শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাসমূহ দূর করে এর মানোন্নয়ন জাতীর ভবিষ্যতের জন্য অতীব জরুরি।

Related Sub Categories