অ আ ক খ
অ আ ক খ ( প্রাথমিক জ্ঞান) = তুমি তো বিজ্ঞানের অ আ ক খ জানো না, এ প্রজেক্ট করবে কীভাবে?
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব = তোমাকে তামার বিয়ে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না ।
চোখে সাঁতার পানি
চোখে সাঁতার পানি (অতিরিক্ত মায়াকান্না = চোখে সাঁতার পানি এনে আর লাভ নেই, আমি সব বুঝে গেছি।
ঝাঁকের কৈ
ঝাকের কৈ (এক দলের লোক)= ওরা সবাই ঝাঁকের কৈ, এক কথা তো বলবেই।
সোনার পাথর বাটি
সোনার পাথর বাটি (অলীক বস্তু) = আমার সাধ্যে কুলালে অবশ্যই দেব কিন্তু যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ।
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।
যে দীপ্তি পাচ্ছে
যে দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান।
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন।
যে ভবিষৎ না ভেবেই কাজ করে
যে ভবিষৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে
যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু ।
”সবার জন্য শিক্ষা”