একটি প্রোটনকে 500V বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলে এর দ্রুতি কত হবে?
হাইড্রোজেন পরমানুর প্রথম বোর কক্ষপথের ইলেক্ট্রনের মোট শিক্তি -21.7e-19 হলে, চতুর্থ বোর কক্ষপথে ইলেক্ট্রনের মোট শক্তি কত?
1 kg ভরকে সম্পূর্ণভাবে শক্তিতে রুপান্তরিত করলে কি পরিইমান শক্তি পাওয়া যায়?
বায়ুতে আলোর বেগ 3e8 m/s । ফ্লিন্ট গ্লাসের প্রতিসারঙ্ক 1.52 হলে ঐ গ্লাসে আলোর বেগ কত?
সব চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কার?
একটি ছাত্রের চশমার লেন্সের ক্ষমতা -0.25D। ছাত্রটি বিনা চশমায় কত দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাবে?
একটি পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে I=4sin 200πt সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। এর কম্পাঙ্ক কত?
ভেক্টরA=i-3j+৫k ও ভেক্টর B=ai+j-k । a এর মান কত হলে A ও B পরস্পরের উপর লম্ব হবে? ?
2,4Ω, 3.6Ω এবং 4.8Ω তিনটি রোধ সিরিজে 54V ব্যাটারীর সাথে যুক্ত আছে। ব্যাটারীর অভ্যন্তরীন রোধ শূণ্য হলে 3.6Ω রোধের দু'প্রান্তে বিভব পার্থক্য কত?
একটি 12V বিদ্যুচ্চালক বল বিশিষ্ট ব্যাটারী 6.8Ω রোধের একটি বাতির সাথে সংযুক্ত করলে বাতির দু'প্রান্তে বিভব পার্থক্য 10.2V হয়। ব্যাটারীর অভ্যন্তরীন রোধ কত?
দুটি ধাতব গোলকের ব্যাস যথাক্রমে 6cm এবং 10cm । গোলক দুটিকে তার দিয়ে যুক্ত করে 6.4e-6C চার্জ প্রদান করা হল। গোলক দুটির সাধারন বিভব কত?
দুটি 2μF ধারককে সিরিজে যুক্ত করলে সমতুল্য ধারকত্ব হবে-
এক বায়ুমন্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 ঘনমিটার আয়তন বৃদ্ধি করা হল। এতে সপাদিত কাজের পরিমান-
একটি উন্মুক্ত অর্গান পাইপ 256Hz মূল কম্পাঙ্ক উৎপন্ন করে। প্রান্ত প্রভাব উপেক্ষা করলে অর্গান পাইপটির দৈর্ঘ কত হবে?
একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে বরফ বিন্দু, স্টিম বিন্দু এবং একটি উত্তপ্ত তরলে রোধ যথাক্রমে 20Ω, 41.5Ω এবং 34.5Ω ।উত্তপ্ত ঐ তরলের তাপমাত্রা কত?
এক বায়ুমন্ডলীয় চাপের সমান হল -
একটি বিকারে 60cc পানি আছে। ওই পানিতে 128g ভরের ধাতব বস্তু খন্ড নিমজ্জিত করলে পানির আয়তন দাঁড়ায় 78cc। ধাতব ঐ বস্তু খন্ডের ঘনত্ব নির্ণয় কর?
একটি সরল দোলক 27.8 s সময়ে 50 টি দোলন পূর্ণ করলে দোলকটির দৈর্ঘ্য কত?
একটি মোটরগাড়ি 36 km/h বেগে 2m/s² সমত্বরণে চলছে। 5 সেকেন্ডে ঐ গাড়ির বেগ কত হবে?
একটি ইয়ং-এর পরীক্ষায় 4 টি উজ্জ্বল ডোরার পার্থক্য 0.25×10-3m । চিড় দু'টি হতে পর্দার দূরত্ব 0.8 m । আলোর তরঙ্গদৈর্ঘ্য 6.2×10-7m হলে, চিড় দুটির মধ্যে দূরত্ব কত?
তেজস্ক্রিয়তার নিম্নলিখিত ক্ষয় সমীকণে নির্গত x-কণিকাটি কি?
H2 অনুতে যে বন্ধন হয় তাকে বলে-
পৃথিবী ঘূর্ণনের জন্য বিষুবরেখায় অবস্থিত কোন বস্তুর কেন্দ্রবিমুখী ত্বরণ কত? পৃথিবীর ব্যাসার্ধ = 6400km
1 m/s বেগে গতিশীল 1kg ভরের ডি -ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।